• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

দিল্লির সামনে লড়াই করার পুঁজি হায়দরাবাদের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৯ সেপ্টেম্বর ২০২০, ২১:৫৩

পয়েন্ট তালিকায় আট নম্বরে থাকা সানরাইজার্স হায়দরাবাদ বেশ দেখে শুনেই ব্যাটিং করেছে শুরু থেকে। টানা দুই ম্যাচে হেরে যাওয়া রাইজার্সরা আজ দলে ফিরিয়েছে কেইন উইলিয়ামসকে। তার ঝোড়ো ব্যাটিংই মূলত এনে দিয়েছে বড় সংগ্রহ।

সন্ধ্যায় টস জিতে হায়দরাবাদকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় দিল্লি। ব্যাটিংয়ে নেমে হায়দরাবাদের দুই ওপেনার জস বাটলার ও ডেভিড ওয়ার্নার খেলেন ৯ ওভার তিন বল পর্যন্ত। দুই ওপেনারের জুটি থেকে আসে ৭৭ রান। ওয়ার্নার খেলেন ৩৩ বলে ৪৫ রানের ইনিংস। দুই নম্বরে ব্যাট করতে নেমে মানিষ পাণ্ডে করেন মাত্র ৩ রান।

এরপর লম্বা জুটি গড়েন জনি বেয়রষ্ট্রো ও কেইন উইলিয়ামস। দুই জনের ৫২ রানের জুটি ভাঙে বেয়রেষ্ট্রোর ৫৩ (৪৮) রানে বিদায়ের মধ্য দিয়ে।

এরপর আইপিএলে অভিষিক্ত আবদুস সামাদকে নিয়ে সামলান উইলিয়ামস। যদিও ২৬ বলে ৪১ রান করে ক্যাচ দিয়ে বিদায় নেন কাগিসো রাবাদার বলে। সামাদ অপরাজিত থেকেছেন ৭ বলে ১২ রান করে।

কুড়ি ওভার শেষে সানরাইজার্সের সংগ্রহ ৪ উইকেটে ১৬৩ রান। দিল্লির হয়ে ২টি করে উইকেট নেন রাবাদা ও অমিত মিশরা।

সানরাইজার্স হায়দরাবাদ: ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), জনি বেয়ারস্টো (উইকেট-রক্ষক), মণীশ পান্ডে, কেইন উইলিয়ামস, প্রিয়ম গার্গ, আবদুল সামাদ, অভিষেক শর্মা, রশিদ খান, ভূবনেশ্বর কুমার, খলিল আহমেদ, টি নাতরজন

দিল্লি ক্যাপিটালস: পৃথ্বী শ্ব, শিখর ধাওয়ান, ঋষভ পন্থ (উইকেট-রক্ষক), শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), শিমরন হেটমেয়ার, মার্কাস স্টোয়নিস, আক্সার প্যাটেল, অমিত মিশরা, কাগিসো রাবাদা, ইশান্ত শর্মা ও অ্যানরিচ নর্তজে।


আরও পড়ুন: ফিরেছেন উইলিয়ামস, ব্যাটিংয়ে হায়দরাবাদ

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অধিনায়কত্বের মুকুট পরেই মাঠে ফিরছেন পান্ত
X
Fresh