smc
logo
  • ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০, ৭ কার্তিক ১৪২৭

রায়নার নাম মুছে ফেলল চেন্নাই

  স্পোর্টশ ডেস্ক, আরটিভি নিউজ

|  ২৯ সেপ্টেম্বর ২০২০, ১৬:১৬ | আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২০, ১৬:২৩
Chennai deleted Raina's name
ছবি- আইপিএল
দলের সঙ্গে একসাথেই সংযুক্ত আরব আমিরাতে টিম হোটেলে উঠেছিলেন দলের অন্যতম খেলোয়াড় সুরেশ রায়না। বেশ কিছুদিন অনুশীলনও করেন ফুরফুরে মেজাজে। কিন্তু হুট করেই দল থেকে বের হয়ে ফিরে যান পরিবারের কাছে। পরে জানা যায় পারিবারিক কারণে দেশে সেরা হয়েছিল রায়নার।

রায়না চাচার মৃত্যুর কারণেই নাকি দলচ্যুত হন। এর জন্য দল থেকে সমবেদনা, পাশে থাকার ঘোষণাও দেয় চেন্নাই সুপার কিংস কর্তৃপক্ষ।

দল থেকে বের হয়ে গেলেও পরে শোনা যায়, ফের চেন্নাই শিবিরে ফিরছেন রায়না। রায়নার ঘনিষ্ঠজন ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছিল, পারিবারিক ঝামেলা মিটিয়ে ফেলে দলে ফেরার প্রস্তুতি নিচ্ছেন রায়না। কিন্তু সেটি আর হলো কই!

এরিমধ্যে চেন্নাই সুপার কিংসের ওয়েবসাইট থেকে মুছে ফেলা হয়েছে রায়নার নাম। তাই বলাই যায়, যেটুক সম্ভাবনা ছিল রায়নার ফেরার সেটুকু সম্ভাবনাও আর নেই।

চলতি মৌসুমে যারা খেলছেন তাদের ছবিসহ তালিকা ছিল চেন্নাইয়ের ওয়েবসাইটে। এতদিন এই তালিকায় ছিলেন সুরেশ রায়নাও। কিন্তু শেষ পর্যন্ত চেন্নাই কর্তৃপক্ষ রায়নার নাম, ছবি মুছে দিলো ওয়েবসাইট থেকে।

এরিমধ্যে ৩টি ম্যাচ খেলেছে মহেন্দ্র সিং ধোনির দল। এই তিন ম্যাচের দুটিতেই হেরেছে চেন্নাই।

আরও পড়ুন: পিছিয়ে পড়েও আর্সেনালকে হারালো লিভারপুল

এমআর/

RTVPLUS
bangal
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ৩৯০২০৬ ৩০৫৫৯৯ ৫৬৮১
বিশ্ব ৪,০৩,৮২,৮৬২ ৩,০১,৬৯,০৫২ ১১,১৯,৭৪৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • খেলা এর সর্বশেষ
  • খেলা এর পাঠক প্রিয়