• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

৫০০ ম্যাচ খেলেছি, টিপস দিতেই পারি: সৌরভ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৯ সেপ্টেম্বর ২০২০, ১২:৫৫
BCCI President Sourav Ganguly
সৌরভ গাঙ্গুলি ছবি- সংগৃহীত

কিছুদিন আগেই দিল্লি ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক শ্রেয়স আইয়ারের একটা মন্তব্য ঘিরে তৈরি করা হয়েছিল অহেতুক বিতর্ক। আইপিএলের চলতি মৌসুমে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামার আগে সাক্ষাতকার দিচ্ছিলেন শ্রেয়স।

প্রশ্নকর্তার এক প্রশ্নের উত্তরে শ্রেয়সের বক্তব্য ছিল, ‘অধিনায়ক হিসেবে আমি পন্টিং এবং সৌরভ গাঙ্গুলির থেকে অনেক কিছু শিখেছি। তাদের অভিজ্ঞতায় সমৃদ্ধ হয়েছি। একজন নবীন অধিনায়ক হিসেবে আমি এর জন্য পন্টিং এবং দাদাকে ধন্যবাদ জানাতে চাই। আমার অধিনায়ক হিসেবে জার্নিতে এই দুই ব্যক্তির বড় ভূমিকা রয়েছে।’

শ্রেয়সের এই বক্তব্য নিয়ে অনেকে বিতর্ক তৈরি করেন। অভিযোগ আনা হয়, ‘কনফ্লিক্ট অব ইন্টারেস্ট’ অর্থাৎ স্বার্থের সংঘাতের । তাদের বক্তব্য ছিল ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (বিসিসিআই) সভাপতি হয়ে সৌরভ গাঙ্গুলি এটা করতে পারেন না। একটা নির্দিষ্ট ফ্র্যাঞ্চাইজিকে তার এভাবে সাহায্য করা পক্ষপাতের সামিল।

রোববার কলকাতায় একটি প্রমোশানাল অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন সৌরভ। সেখানে নিজেই এসে এই সব বিতর্কে পানি ঢেলে দিলেন।

ভারতের সাবেক অধিনায়ক বলেন, ‘আপনারা ভুলে যাচ্ছেন ভারতের হয়ে ৫০০ আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা আমার রয়েছে‌। তাই যদি কোনও তরুণ ক্রিকেটার আমার কাছ থেকে সাহায্য চায়, তাহলে টিপস দিতেই পারি। তা শ্রেয়স হোক বা বিরাট, আমি তাদের অবশ্যই সাহায্য করব। এতে অহেতুক বিতর্ক তৈরির কোনও মানে হয় না।’

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গুজরাটকে গুঁড়িয়ে দিল্লির রেকর্ড জয়
জালালের মন্তব্যকে সেরা জোকস বললেন সালাউদ্দিন
গুজরাটকে ব্যাটিংয়ে পাঠালো দিল্লি
ভারতের হাইব্রিড পিচে খেলা হচ্ছে না মোস্তাফিজের
X
Fresh