• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

২০২০ সালে প্রথমবারের মতো হারল বায়ার্ন মিউনিখ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৮ সেপ্টেম্বর ২০২০, ১৭:৩৮
bayern munich manuel neuer
ছবি- সংগৃহীত

বায়ার্ন মিউনিখের দীর্ঘ জয় রথ থেমেছে। টানা ৩২টি ম্যাচ অপরাজিত থাকা বায়ার্ন মিউনিখ বড় ব্যবধানে হারিয়েছে হফেনহাইমে। গেল মৌসুমে বুন্দেস লিগার ষষ্ঠ স্থানে থাকা দলটির বিপক্ষে ৪-১ গোলে হেরেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

রোববার ঘরের মাঠে শুরুতেই ২-০ গোলে এগিয়ে যায় হফেনহাইম। ১৬তম মিনিটে এরমিন বিকাকচিচের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।

৮ মিনিট পড় ব্যবধান দ্বিগুণ করেন মুনাস দাব্বুর। যদিও ৩৬ মিনিটের মাথায় জসুয়া কিমিচের গোলে গোল পায় বায়ার্ন।

ইউরোপ সেরা দলটির সমর্থকরা হয়তো অপেক্ষায় ছিল ম্যাচে ফিরে আসবে বায়ার্ন। ৭৭ মিনিটে হফেনহাইমের হয়ে তৃতীয় গোলটি তুলে নেন আন্দ্রে ক্রেমারিচ।

---------------------------------------------------------------------
আরও পড়ুন : শ্রীলঙ্কা যাচ্ছে না বাংলাদেশ
---------------------------------------------------------------------

অতিরিক্ত সময়ে পেনাল্টি পেলে দলের চতুর্থ ও নিজের দ্বিতীয় গোল তুলে মাঠ ছাড়েন ক্রোয়েশিয়ান ফরোয়ার্ড ক্রেমারিচ।

গেল বছর এইনট্রাখট ফ্রাঙ্কফ্রুটের বিরুদ্ধে ৫-১ এ হেরেছিল বাবারিয়ানরা। দীর্ঘ ১০ মাস পর হারের মুখ দেখল জার্মান জায়ান্টরা।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh