• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

শচিনের দেখা সর্বকালের সেরা ফিল্ডিং এটি (ভিডিও)

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৮ সেপ্টেম্বর ২০২০, ১২:১৭

ক্রিকেটের ইতিহাসের উজ্জ্বল নক্ষত্রের নাম শচিন টেন্ডুলকার। ভারতীয় কিংবদন্তি ১৯৮৯ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত দাপটের সঙ্গে মাঠ মাতিয়েছেন। ক্রিকেটের একশটি শতকের মালিকের চোখে দেখা সেরা ফিল্ডিং করেছেন ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান।

রোববার রাতে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে বাউন্ডারি লাইনে ফিল্ডিং করছিলেন কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে খেলা পুরান।

আরব আমিরাতের মাঠ শারজায় সঞ্জু স্যামসনের একটি নিশ্চিত ছক্কা বাঁচিয়ে দেন ক্যারিবিয়ান তারকা।

এটাই সর্বকালের সেরা ফিল্ডিং! দাবি করছেন আন্তর্জাতিক ক্রিকেটে ৩৪ হাজারের বেশি রানের মালিক শচিন।

তিনি জানান এমন ফিল্ডিং তিনি জীবনে আগে কখনও দেখেননি।

টুইটারে শচিন লিখেছেন, ‘আমার জীবনে দেখা সবচেয়ে সেরা সেভ এটি। সত্যি অসাধারণ।’

মূলত একজন উইকেট রক্ষক হলেও দ্রুত রান তোলার ক্ষমতা থাকায় ব্যাটসম্যান হিসেবেই পাঞ্জাবের হয়ে খেলছেন নিকোলাস পুরান।

শুধু লিটল মাস্টারের প্রশংসা পাননি পুরান। ধারাভাষ্য দেয়ার সময় কেভিন পিটারসন ও মাইকেল স্ল্যাটারও বলছিলেন এটাই ক্রিকেটের সর্বকালের সেরা ফিল্ডিং।

বিরেন্দ্র শেবাগ, স্কট স্টাইরিস, ইয়ান বিশপ, বিনোদ কামবলি, আকাশ চোপড়া থেকে হালের আলবি মরকেল, জোফরা আর্চার, স্যাম বিলিংসরাও প্রসংশায় ভাসাচ্ছেন পুরানকে।

আরও পড়ুন: ঘরের মাঠে জয় দিয়ে মৌসুম শুরু করলো বার্সেলোনা

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৫২৩ রানের রেকর্ডময় ম্যাচে মুম্বাইকে হারালো হায়দ্রাবাদ
বেঙ্গালুরুর রেকর্ড ভেঙে আইপিএলে হায়দ্রাবাদের ইতিহাস
মোস্তাফিজের উপর আনা গাঙ্গুলীর অভিযোগকে ভুল প্রমাণ করলেন ধোনি
আইপিএলের মাঠে কুকুরকে লাথি মারায় ক্ষুব্ধ বরুণ (ভিডিও)
X
Fresh