• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

মোদির শাসনামলে ভারত-পাকিস্তান সিরিজ অসম্ভব: আফ্রিদি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৭ সেপ্টেম্বর ২০২০, ১৫:০২
MODI AFRIDI, INDIA PAKISTAN
ছবি- সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যতদিন ক্ষমতায় আছেন, ততদিন ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ হওয়ার কোনও সম্ভাবনা নেই বলে মনে করেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহিদ আফ্রিদি।

সম্প্রতি আরব নিউজের সঙ্গে কথা বলেছেন সাবেক এই অলরাউন্ডার।

আফ্রিদি বলেন, ‘পাকিস্তান সরকার সবসময় তৈরি কিন্তু ভারতের বর্তমান সরকার যতদিন শাসনে আছে ততদিন ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ হওয়া কোনওভাবেই সম্ভব নয়।’

করোনা মহামারির কারণে চলতি বছরের আইপিএল ভারতে বসেনি। টুর্নামেন্টের ১৩তম আসর আয়োজন করা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগটিতে খেলতে না পারায় পাকিস্তানের ক্রিকেটাররা বড় সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন বলেও জানিয়েছেন আফ্রিদি।

পাকিস্তানের সাবেক অধিনায়ক বলেন, ‘আইপিএল বিশ্ব ক্রিকেটের বড় একটা ব্র্যান্ড। সেখানে খেলার বিষয়টি বাবর আজমসহ অন্যান্য ক্রিকেটারদের জন্য দারুণ একটা সুযোগ। চাপের মুখে নিজেকে মেলে ধরা, অন্যান্য বিদেশি ক্রিকেটারদের সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করা। সবমিলিয়ে আমার মনে হয় পাকিস্তানি ক্রিকেটারদের বড়সড় একটা সুযোগ হাতছাড়া হচ্ছে।’

আরও পড়ুন: মনে হচ্ছে খলনায়ক আমি, সুয়ারেজের বিদায়ের পর কোম্যান

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারত-পাকিস্তান সিরিজ প্রসঙ্গে রোহিতের সঙ্গে সুর মেলালেন আফ্রিদি
আফ্রিদির সঙ্গে দ্বন্দ্বের বিষয়ে যা বললেন বাবর
তৌহিদ আফ্রিদির সঙ্গে প্রেম নিয়ে যা জানালেন দীঘি
শাহিন আফ্রিদিকে নিয়ে পিসিবির মিথ্যাচার
X
Fresh