• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

হায়দরাবাদকে হারিয়ে জয়ে ফিরল কলকাতা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৭ সেপ্টেম্বর ২০২০, ১০:৪৯
indian-premier-league
ছবি- সংগৃহীত

আইপিএল নিজেদের দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। সানরাইজার্স হায়দরাবাদকে ৭ উইকেট হারিয়েছে দিনেশ কার্তিকের দল।

শনিবার দুই ওভার বাকি থাকতেই হায়দরাবাদের দেয়া ১৪৩ রানের লক্ষ্য তুলে দেয় কলকাতা।

কেকেআরের হয়ে ৬২ বলে ৭০ রানের ইনিংস খেলেন শুভমান গিল। প্যাট কামিন্স-সুনীল নারিনরা বল হাতে হায়দরাবাদকে নিয়ন্ত্রণে রাখলে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৪২ রান সংগ্রহ করে সানরাইজার্স।

হায়দরাবাদের হয়ে ৩৮ বলে ৫১ করেন মনীশ পান্ডে। এছাড়া ডেভিড ওয়ার্নারের ৩০ বলে ৩৬ এবং ঋদ্ধিমান সাহার ৩১ বলে ৩০ রান ছাড়া কেউই সুবিধা করতে পারেনি।

ব্যাট হাতে নেমে দ্বিতীয় ওভারেই খলিল আহমেদের বলে ফেরার পর নীতিশ রানাকে সঙ্গে নিয়ে এগিয়ে যান গিল। ব্যক্তিগত ২৬ রানে ফিরে যান নটরাজন। ক্রিজে নেমে রানের খাতা খোলার আগে আউট হয়ে যান কার্তিকও।

৩ উইকেটে ৫৩ রান যখন ঠিক ওই সময় গিলের সঙ্গে যোগ দিয়ে এউইন মরগ্যান দলকে জয় তুলে দেন। তরুণ-অভিজ্ঞের ৯২ রানের জুটিই দলের জয় নিশ্চিত করেন। ২৯ বলে ৪২ রানে অপরাজিত থাকেন মরগ্যান।

আরও পড়ুন: অবশেষে বেটিসের বিপক্ষের জয় পেলো রিয়াল

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৫২৩ রানের রেকর্ডময় ম্যাচে মুম্বাইকে হারালো হায়দ্রাবাদ
বেঙ্গালুরুর রেকর্ড ভেঙে আইপিএলে হায়দ্রাবাদের ইতিহাস
মোস্তাফিজের উপর আনা গাঙ্গুলীর অভিযোগকে ভুল প্রমাণ করলেন ধোনি
আইপিএলের মাঠে কুকুরকে লাথি মারায় ক্ষুব্ধ বরুণ (ভিডিও)
X
Fresh