স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২০, ১০:৩০
তিন গোল খেয়েও ঘুরে দাঁড়ালো চেলসি

তিন গোল হজম করেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ালো চেলসি। ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে ওয়েস্ট ব্রমউইচের সঙ্গে ৩-৩ গোলের ড্র করেছে অল-ব্লুজরা।
শনিবার দুই মৌসুম পর লিগে ফেরা ওয়েস্ট ব্রম প্রথমার্ধেই তিন গোলের লিড নেয়।
৪ ও ২৫ মিনিটের মাথায় জোড়া গোল করেন কালাম রবিনসন। ২৭ মিনিটের মাথায় তৃতীয় গোলটি তুলেন কাইল বার্টলি।
দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ানো চেলসির পক্ষে ৫৫ মিনিটে ম্যাসন মাউন্ট ও ৭০ গোল দেন মিনিটে কালাম হাডসন-অদোই।
যোগ করা সময়ে আরও এক গোল শোধ করে হারের শঙ্কা কাটিয়ে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের দলকে স্বস্তির সমতা এনে দেন ট্যামি আব্রাহাম।
আরও পড়ুন: অবশেষে বেটিসের বিপক্ষের জয় পেলো রিয়াল
ওয়াই
মন্তব্য করুন