• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

অনুশীলন স্থগিত, লঙ্কা সফরের অপেক্ষা বাড়ল

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

  ২৬ সেপ্টেম্বর ২০২০, ১৫:১৩
অনুশীলন স্থগিত, লঙ্কা সফরের অপেক্ষা বাড়ল
ছবি- বিসিবি

বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফর যে স্থগিত হতে যাচ্ছে তার জন্য আনুষ্ঠানিক ঘোষণাটাই বাকি শুধু। এরিমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স আকরাম খান জানিয়ে দিয়েছেন, ৩ দিনের জন্য স্থগিত করা হয়েছে দলীয় অনুশীলন।

সফর শুরু হবার কথা ছিল চলতি মাসের ২৭ তারিখ। সেটিও হচ্ছে না। সিরিজই এখনও নিশ্চিত হয়নি, ভ্রমনের তারিখ তো বহুদূর। আকরাম খান অবশ্য জানিয়েছেন, আগামী সোম, মঙ্গলবার পর্যন্ত অপেক্ষা করবে লঙ্কান ক্রিকেট বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্তের জন্য।আকরাম খান এটিও নিশ্চিত করেন, চলতি মাসে অন্তত শ্রীলঙ্কা যাওয়া হচ্ছে না। হলে সেটি আগামী মাসের প্রথম দ্বিতীয় সপ্তায়।

‘আমাদের আগামীকাল (২৭ সেপ্টেম্বর) ফ্লাইট ছিল। যেহেতু আমরা যেতে পারছিনা তাই কোচ, নির্বাচক, সিইও এর সাথে বসে আলাপ আলোচনা করেছি। আমরা তিনদিনের ব্রেক দিয়েছি অনুশীলনে। তিন দিন পর বাংলাদেশ আবার অনুশীলন শুরু করবে। ইনশাল্লাহ দুই তিনদিনের মধ্যে হয়তো আমাদের প্রস্তাবনাটা আসবে শ্রীলঙ্কা থেকে।’

বিসিবিকে আনুষ্ঠানিকভাবে কোনো মেইল পাঠিয়েছে কী না এসএলসি এ নিয়ে আকরাম খান জানান, ‘আমাদের কাছে আনুষ্ঠানিকভাবে কোন চিটি বা মেইল আসেনি। আনুষ্ঠানিকভাবে কিছু না এলে বাইরে কি হচ্ছে না হচ্ছে তা দিয়েতো কিছু বলতে পারবো না।’

এদিকে লঙ্কা প্রিমিয়ার লিগও (এলপিএল) স্থগিত হবার পথে। করোনাভাইরাসের কারণে প্রথম দফায় স্থগিত হলেও আগামী ১৪ নভেম্বর শুরু হবার কথা ছিল। তবে আকরাম খান জানালেন, এলপিএল স্থগিত হয়ে যাচ্ছে। ধারণা করা হচ্ছে ঐ সময়টা তিন টেস্টের বদলে ২ টেস্ট খেলানো হবে।

‘যদি সবকিছু ইতিবাচকভাবে এগোয় আমরা আগামী মাসের ৭-১০ তারিখের মধ্যে যেতে পারি। যেহেতু ওদের টি-টোয়েন্টি টুর্নামেন্ট হওয়ার কথা ছিল সেটা যথাসময়ে হচ্ছেনা, সেহেতু ওদের ও আমাদের কাছেও সময় আছে। ওটা নিয়ে চিন্তার বিষয় না। যেহেতু সময় আছে, ওদের টি-টোয়েন্টি লিগটা কিন্তু হচ্ছেনা। যেহেতু টেস্ট চ্যাম্পিয়নশিপে তিনটি টেস্ট ছিল তিনটিই থাকবে।’

আকরাম খান আরও বলেন, ‘আমরা এই মুহূর্তে বেশি মনযোগী এই সফরটা নিয়ে। এই সফরটা চূড়ান্ত হলে আমরা অন্য পরিকল্পনা করব। সফরটা আগে ঠিক হোক, তারপর ব্যাটিং কোচ নিয়ে আলাপ আলোচনা করবো।’

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh