• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ডি মারিয়াকে ধৈর্য ধরতে বললেন আর্জেন্টিনার কোচ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৬ সেপ্টেম্বর ২০২০, ১৩:১৫
DI MARIA- SCALONI, ARGENTINA
কোচ স্কালোনির সঙ্গে ডি মারিয়া

বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ইকুয়েডর ও বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনা দলে সুযোগ হয়নি অ্যাঞ্জেলো ডি মারিয়ার। অসাধারণ ফর্মে থাকার পর দলে না থাকয় ক্ষোভ ঝেড়েছিলেন তিনি। এখনই অধৈর্য না হতে ডি মারিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনি।

নেইমার-এমবাপেদের সঙ্গে তাল মিলিয়ে প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজি) চ্যাম্পিয়নস লিগের ফাইনালে পৌঁছে দিয়েছিলেন ডি মারিয়া।

২০১৯/২০ মৌসুমে প্যারিসের দলটির জার্সিতে ৪১ ম্যাচে গোল করেছেন ১২টি। অ্যাসিস্ট রয়েছে ২৩টি।

সম্প্রতি একটি রেডিওকে ৩২ বছর বয়সী এই তারকা বলেন, ‘আমি সুযোগ পাইনি, অর্থাৎ আমাকে তাদের প্রয়োজন নেই।’

এর বিপরীতে কোচ লিওনেল স্কালোনি বলেন, ‘আমরা কারও জন্য দরজা বন্ধ করিনি। জাতীয় দল সবার জন্যই উন্মুক্ত। এটা বর্তমান দল। তার মানে এই না যে আগামীতে অন্যদের সুযোগ হবে না।’

২০১৮ বিশ্বকাপে ভরাডুবির পর দলের হাল ধরেন স্কালোনি। তাই আর্জেন্টিনা জাতীয় দল সংশ্লিষ্ট সবাইকে সঙ্গে থাকতে বলেছেন তিনি।

‘যারা দলের হয়ে খেলেছেন, তাদের সবাইকে জানাতেই চাই পরিকল্পনার সঙ্গে থাকার জন্য। কেউ যাতে জার্সি না খুলে ফেলে।’

সবাই এক ছাতায় রাখতে কিংবদন্তি আর্জেন্টাইন কোচ হোসে পেকেরম্যানের উদাহরণ দেন স্কালোনি।

তিনি বলেন, ‘পেকেরম্যান আমাদের শিখিয়েছেন, ফুটবলের সঙ্গে থাকার জন্য। জাতীয় দলকে নিয়ে সমালোচনা করতে নয়। তার দেয়া বার্তা সবাই গ্রহণ করেছিলেন। কারও মনই খারাপ হয়নি। যারা দলে সুযোগ পায়নি সিদ্ধান্ত মেনে নিয়ে বাইরে থেকেই সমর্থন করেছে। বর্তমান প্রজন্মের সবাই চায় নিজের দেশের জন্য সর্বোচ্চটা বিলিয়ে দিতে।’

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প এবার স্টার সিনেপ্লেক্সে!
মেসিকে নিয়ে সুখবর দিলো মায়ামি
শীর্ষে আর্জেন্টিনা, দুঃসংবাদ পেলো বাংলাদেশ
মেসিকে নিয়ে সুখবর জানালেন মায়ামি কোচ
X
Fresh