• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

‘নেইমার-এমবাপেদের মতো দৌড়াতে সক্ষম তবু ডাক পাইনি’ 

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৫ সেপ্টেম্বর ২০২০, ১৬:৫৪
di maria argentina
ডি মারিয়া

ইকুয়েডর ও বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনা স্কোয়াডে রাখা হয়নি অ্যাঞ্জেল ডি মারিয়ার। অসাধারণ মৌসুম শেষ করেও জাতীয় দলে সুযোগ না হওয়ায় চটেছেন প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) এই ফরোয়ার্ড।

আর্জেন্টিনার একটি রেডিও শোতে যোগ দিয়ে ক্ষোভ ঝেড়েছেন ডি মারিয়া।

তিনি বলেন, ‘আমি জানি না কিভাবে প্রকাশ করবো। বলার মতো ভাষা নেই। আমার জন্য অবশ্যই আর্জেন্টিনা সবচেয়ে সেরা।’

২০১৯/২০ মৌসুমে সব রকমের প্রতিযোগিতায় পিএসজির হয়ে ৪১ ম্যাচে অংশ নিয়ে গোল করেছেন ১২টি। করিয়েছেন ২৩টি।

‘ক্লাবের মতো জাতীয় দলের হয়েও সর্বোচ্চ দেয়ার চেষ্টা করি। জানি না কেনো ভালো ফর্মে থাকার পরও সুযোগ হলো না।’ যোগ করেন ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের সাবেক এই তারকা।

আলবিসেলেস্তেদের হয়ে মাঠে ফিরতে মরিয়া, তাই যেকোনও মূল্যে দলে জায়গা পেতে চান।

তিনি বলেন, ‘আমি সুযোগ পাইনি, অর্থাৎ আমাকে তাদের প্রয়োজন নেই। তবে আমি দলে ফিরতে লড়াই চালিয়ে যাবো।’

সবশেষ গেল বছর কোপা আমেরিকা স্কোয়াডে সুযোগ হয়েছিল। টুর্নামেন্টের তৃতীয় স্থান অর্জন করে ডি মারিয়ার দল। এরপর মেক্সিকো, জার্মানি, ইকুয়েডর, ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে খেলেছে আর্জেন্টিনা। ডাক পাননি তিনি।

যদি বয়সের জন্য দলে জায়গা নয় তাহলে মেসিদের ক্ষেত্রে কেনো নিয়ম এক রকম নয়, প্রশ্ন তুলেছেন তিনি।

‘আমার বয়স ৩২? যদি বয়সের জন্য জায়গা ছেড়ে দিতে হয়, তাহলে সবার জন্যই একই রকম নিয়ম হওয়া উচিৎ। মেসি, আগুয়েরো এবং নিকোলাস ওটামেন্ডিরও সেখানে জায়গা পাওয়া উচিৎ হয়নি। যারা ফর্মে আছে তাদেরই জায়গা হওয়া উচিৎ।’ যোগ করেন ডি মারিয়া।

প্যারিসের দলটির হয়ে শেষ মৌসুমে ফ্রান্সের ঘরোয়া সব ট্রফিই জিতে নিয়েছেন। নেইমার-এমবাপেদের গতির সঙ্গে তাল মিলিয়ে চ্যাম্পিয়নস ট্রফি খুব কাছে গিয়েও জিততে পারেননি।

তিনি বলেন, ‘অনেকেই বলছে আমার বয়স হয়েছে। কিন্তু এখনও আমি এমবাপে-নেইমারদের সঙ্গে দৌড়াচ্ছি। গেল ১৮ মাস ধরে আমি ফর্মে থাকার পরও দলে ডাক পাইনি। দলের জন্য আমি যোগ্য সেটা প্রমাণ করতে আমি নিজের সেরাটা দিয়ে যাবো।’

বিশ্বকাপ পরবর্তী আর্জেন্টিনা দলের কোচ হিসেবে নিয়োগ পান লিওনেল স্কালোনি। দলকে ঢেলে সাজাতে এক দল নতুন মুখকে নিয়ে আসেন তিনি। অক্টোবরের ৮ তারিখ ইকুয়েডর ও ১৩ তারিখ বলিভিয়ার বিপক্ষে লড়বে আর্জেন্টিনা।

‘আমি চাই এই জার্সিটা গায়ে জড়াতে। যখনই আমি ভালো করি। যতবার নিজেকে ভালো খেলোয়াড় হিসেবে প্রমাণ করেছি। ততবার দলের ডাক পাওয়ার অপেক্ষায় ছিলাম।’

২০০৮ সালে জাতীয় দলের হয়ে অভিষেক হয় ডি মারিয়ার। ১০২ ম্যাচ খেলে ২০ গোল করেছেন। নামের সঙ্গে অ্যাসিস্ট রয়েছে ২৩টি।

তিনি বলেন, ‘এটা সত্য প্রায় ১ যুগ ধরে বছর ধরে আমি জাতীয় দলে খেলছি। সব সময়ই স্বপ্ন দেখি দলে আমার সুযোগ হয়েছে।’

আরও পড়ুন: বিরুশকাকে নিয়ে মন্তব্য করে তোপের মুখে গাভাস্কার

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প এবার স্টার সিনেপ্লেক্সে!
ম্যাচ হেরে রেফারিকে কাঠগড়ায় তুললেন জাভি
ঘটনাবহুল ম্যাচে বার্সাকে কাঁদিয়ে সেমিতে পিএসজি
প্রত্যাবর্তনের গল্প লিখে পিএসজিকে হারাল বার্সা
X
Fresh