smc
logo
  • ঢাকা শনিবার, ৩১ অক্টোবর ২০২০, ১৬ কার্তিক ১৪২৭

৬০ লাখ ইউরোতে আতলেতিকোয় সুয়ারেজ

  স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

|  ২৪ সেপ্টেম্বর ২০২০, ০৯:২৫ | আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২০, ১৩:০৫
Suarez at Atletico for 6 million euros
লুইস সুয়ারেজ ।। ফাইল ছবি
অবশেষে বার্সেলোনা ছেড়ে ৬০ লাখ ইউরোতে আটলেতিকো মাদ্রিদে যোগ দিয়েছেন লুইস সুয়ারেজ।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সুয়ারেজকে দলে ভেড়ানোর ঘোষণা দেয় মাদ্রিদের ক্লাবটি। যদিও বার্সার সঙ্গে তার চুক্তির মেয়াদ এখনো এক বছর রয়েছে। তবে কাতালানদের নতুন কোচ রোনাল্ড কোম্যান যোগ দেয়ার পর সাফ জানিয়ে দেয় লুইস সুয়ারেজকে তার দরকার নেই। সে কারণে সুয়ারেজকে বার্সা ছাড়তে হলো।  

বার্সেলোনার জার্সি গায়ে ২৮৩ ম্যাচ খেলে গোল করেছেন ১৯৮টি। যা তাকে ক্লাবটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। 

২০১৪ সালে বার্সেলোনায় যোগ দেয়ার পর উরুগুইয়ান এই স্ট্রাইকার ১৩টি ট্রফি জিতেছেন।

এসএস

RTVPLUS
bangal
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ৪০৭৬৮৪ ৩২৪১৪৫ ৫৯২৩
বিশ্ব ৪,৫৯,৯৫,৬২৬ ৩,৩২,৯০,৯৫৯ ১১,৯৫,০৬৩
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • খেলা এর সর্বশেষ
  • খেলা এর পাঠক প্রিয়