• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

মার্শের চোট, আইপিএলে হোল্ডার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৩ সেপ্টেম্বর ২০২০, ২০:৫৫
Marsh's injury, IPL holder
ছবি- আইপিএল

এতটাই দুর্ভাগা মিচেল মার্শ, আসরের প্রথম ম্যাচেই ছিটকে পড়তে হয়েছে তাকে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে সতীর্থ ডেভিড ওয়ার্নারের সঙ্গে খেলছেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে।

গত সোমবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে প্রথম ম্যাচে খেলতে নেমে বোলিংয়ের সময় ফলো-থ্রুতে মার্শের গোড়ালিতে আঘাত লাগে। চোটে পড়লেও খুঁড়িয়ে খুঁড়িয়ে বোলিং করে যাচ্ছিলেন। তবে টিকে থাকতে পারেননি। ওভারের দুই বয়ল বাকি থাকতে ছাড়তে হয় মাঠ। তাতেই শেষ হয়ে গেছে এই অজি অলরাউন্ডারের আইপিএল।

মাত্র চার বলের বেশি বোলিং করা সম্ভব না হলেও শেষ দিকে ব্যাটিংয়ে নামলে এক বয়ল খেলে উঠে যান মার্শ। তাতেই বোঝা যায় চোটটা বেশ গুরুতর।

মার্শের পরিবর্তে দলে নেয়া হয়েছে ক্যারিবীয় অল-রাউন্ডার জেসন হোল্ডারকে। তার দলে নেয়ার খবর নিশ্চিত করেছে সানরাইজার্স হায়দরাবাদ।

বুধবার হোল্ডারকে দলে নেয়ার খবর জানানোর সঙ্গে টুইটারে মার্শের দ্রুত সুস্থতাও কামনা করেছে ফ্র্যাঞ্চাইজিটি। এর আগে কাঁধের চোটের কারণে ২০১৭ সালে রাইজিং পুনে সুপারজায়ান্টসের হয়েও খেলা হয়নি তার। বলা যায় মার্শের আইপিএল ভাগ্যটা খুবই খারাপ।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh