• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

প্রথমবারের মতো বর্ষসেরার তিনে নেই মেসি-রোনলদো

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৩ সেপ্টেম্বর ২০২০, ১৭:৩৩
UEFA Men's Player of the Year award.
ছবি- সংগৃহীত

উয়েফার বর্ষসেরা খেলোয়াড়দের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে। যেখানে নাম নেই লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর।

২০১০ সালের পর প্রথমবারের মতো মেসি-রোনালদো বর্ষসেরা খেলোয়াড় হিসেবে মনোনীত হননি।

২০১৯/২০ মৌসুমের সেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন, কেভিন ডি ব্রুইন, রবার্ট লেওয়ানডোস্কি ও ম্যানুয়েল নয়্যার।

এক নজরে সংক্ষিপ্ত তিন

কেভিন ডি ব্রুইন

ম্যানচেস্টার সিটির বেলজিয়ান মিডফিল্ডার ডি ব্রুইন চলতি মৌসুমে ইউরোপে সবচেয়ে বেশি অ্যাসিস্ট করেছেন। ইংলিশ লিগে ২০ অ্যাসিস্ট ও ১৩টি গোল করেছেন তিনি।

রবার্ট লেওয়ানডোস্কি

রবার্ট লেওয়ানডোস্কি বার্য়ান মিউনিখের হয়ে দুর্দান্ত এক মৌসুম পার করেছেন। পোল্যান্ডের এই স্ট্রাইকার ৫৫ গোল করেছেন ৪৭ ম্যাচ খেলে। বায়ার্নের হয়ে ট্রেবল জয়ী লেওয়ানডোস্কি চ্যাম্পিয়নস লিগে ১৫টি গোল তুলেছেন।

ম্যানুয়েল নয়্যার

বার্য়ান মিউনিখের অধিনায়ক ও গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার। চ্যাম্পিয়নস লিগে ছয়টি ক্লিন শিট রয়েছে তার নামের সঙ্গে।

বর্ষসেরা ফুটবলারের পুরস্কার দিচ্ছে ২০১০ সাল থেকে উয়েফা। উয়েফা প্রতিবারই মেসি অথবা রোনালদো এর সংক্ষিপ্ত তালিকায় ছিলেন।

সুইজারল্যান্ডের নিওনে আগামী ১ অক্টোবর ২০২০/২১ মৌসুমের চ্যাম্পিয়নস ট্রফির ড্র। সেদিনই ঘোষণা করা হবে সেরা খেলোয়াড়ের নাম। তুলে দেয়া হবে ট্রফি।

বর্ষসেরা পুরুষ খেলোয়াড়ের পাশাপাশি বর্ষসেরা নারী ফুটবলার, কোচ, নারী কোচ, গোলকিপার, ডিফেন্ডার, মিডফিল্ডার, ফরোয়ার্ডের নামও ঘোষণা করা হবে সেখানে।

২০১০ সালের পর তিন বার রোনালদো ও দুইবার করে বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন মেসি। আন্দ্রে ইনিয়েস্কা, ফ্রাঙ্ক রিবেরি ও লুকা মদ্রিচ জিতেছেন একবার করে। সব শেষ ২০১৮/১৯ মৌসুমে এই ট্রফি জিতেছিলেন ভার্জিল ফন ডাইক।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কোস্টারিকাকে হারাল মেসিহীন আর্জেন্টিনা
X
Fresh