smc
logo
  • ঢাকা শনিবার, ৩১ অক্টোবর ২০২০, ১৬ কার্তিক ১৪২৭

অক্টোবরে মালদ্বীপে দুটি প্রীতি ম্যাচ খেলবে বসুন্ধরা কিংস

  আরটিভি নিউজ

|  ২২ সেপ্টেম্বর ২০২০, ১৬:১৩
Bashundhara Kings
দুই ব্রাজিলিয়ান ও এক আর্জেন্টাইনকে নিয়ে দল গড়েছে বসুন্ধরা কিংস
টিসি স্পোর্টস এবং মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবের সঙ্গে এএফসি কাপের ম্যাচে অংশ নেয়ার কথা ছিল বসুন্ধরা কিংসের। যদিও করোনার দাপট অব্যাহত থাকায় এশিয়ান ফুটবল সংস্থা ম্যাচগুলো বাতিল করে দেয়।  টুর্নামেন্টের জন্য প্রস্তুতি নিতে থাকার সময় এমন সংবাদ শুনে দমে যায়নি কিংসরা। এএফসি কাপ বাতিল হলেও মালদ্বীপ দুটি প্রীতি ম্যাচ খেলবে তারা।

বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান সাংবাদিকদের জানিয়েছেন, অক্টোবরে মাঝামাঝি মালদ্বীপ সফরের ইচ্ছা আছে তার দলের। 

আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে শুরু হবে ২০২০-২১ ফুটবল মৌসুম। তার আগে প্রীতি ম্যাচ খেলে প্রস্তুতি সম্পন্ন করতে আগ্রহী বাংলাদেশ চ্যাম্পিয়নরা।

ইমরুল হাসান বলেন, ‘আমরা প্রাক-মৌসুম প্রস্তুতি হিসেবে দেশের বাইরে গিয়ে প্রীতি ম্যাচ খেলব মালদ্বীপে।

নতুন মৌসুমের জন্য নিজেদের শক্তি বাড়িয়েছে কিংসরা। এরই মধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন আর্জেন্টিনার হার্নান বার্কোস, ব্রাজিলের রবিনহো ও ফার্নান্দেজ। অক্টোবরের শুরুতেই পৌঁছবেন ইরানি ডিফেন্ডার খালেদ শাফি।

বসুন্ধরা কিংসের সভাপতি আরও বলেন, মালদ্বীপের টিসি স্পোর্টস এবং মাজিয়ার বিরুদ্ধে আমাদের খেলা ছিল। ওই দুটি দলের বিপক্ষেই আমরা ম্যাচ খেলব।’

ওয়াই

RTVPLUS
bangal
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ৪০৩০৭৯ ৩১৯৭৩৩ ৫৮৬১
বিশ্ব ৪,৪৩,৫৭,৬৭১ ৩,২৫,০৫,১৫৫ ১১,৭৩,৮০৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • খেলা এর সর্বশেষ
  • খেলা এর পাঠক প্রিয়