smc
logo
  • ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২০, ১৫ কার্তিক ১৪২৭

‘নতুন নেতৃত্বে দেশের শুটিং আরও বিকশিত হবে’

  আরটিভি নিউজ

|  ২১ সেপ্টেম্বর ২০২০, ১৭:৩৩ | আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২০, ১৭:৪৪
zahid ahsan russell, shooting federation, ataul hakim sarwar hasan
ছবি- যুব ও ক্রীড়া মন্ত্রণালয়
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেলের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ শুটিং ফেডারেশনের নব নির্বাচিত সভাপতি মেজর জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান। 

আজ সোমবার দুপুরে সচিবালয়ে সাক্ষাৎ কালে প্রতিমন্ত্রী নব নির্বাচিত সভাপতির সফলতা কামনা করেন। 

এ সময় যুব ও ক্রীড়া সচিব মো. আখতার হোসেন উপস্থিত ছিলেন। 

জাহিদ আহসান রাসেল আশা প্রকাশ করে বলেন, দেশের ভাবমূর্তি বহির্বিশ্বে উজ্জ্বল করতে বাংলাদেশের শুটিংয়ের রয়েছে গৌরবোজ্জ্বল অতীত। বাংলাদেশের ক্রীড়া ইতিহাসে সেরা সাফল্য শুটিং থেকেই এসেছে। ১৯৯০ ও ২০০২ সালের কমনওয়েলথ গেমসে শুটিং থেকেই স্বর্ণ জিতেছিল বাংলাদেশ। 

তিনি বলেন, শুটিং আমাদের জন্য সম্ভাবনাময় এক খেলা । আশা করি নতুন নেতৃত্বে নব উদ্দীপনায় দেশের শুটিং আরও বিকশিত হবে।

নব নির্বাচিত সভাপতিও দেশের শুটিং কে এগিয়ে নেওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

জাতীয় ক্রীড়া পরিষদের আইন ২০১৮ এর বিধি ২২ মতে এক প্রজ্ঞাপনের মাধ্যমে রোববার বাংলাদেশ ইউনির্ভাসিটি অব প্রফেশনালসের ভাইস চ্যান্সেলর মেজর জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসানকে শুটিং ফেডারেশনের সভাপতি হিসেবে নিয়োগ প্রদান করে সরকার।

ওয়াই

RTVPLUS
bangal
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ৪০৩০৭৯ ৩১৯৭৩৩ ৫৮৬১
বিশ্ব ৪,৪৩,৫৭,৬৭১ ৩,২৫,০৫,১৫৫ ১১,৭৩,৮০৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • খেলা এর সর্বশেষ
  • খেলা এর পাঠক প্রিয়