• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

বড় আশ্বাস সালাউদ্দিনের, জয়ী হলে হবে ফুটবল উৎসব

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

  ২০ সেপ্টেম্বর ২০২০, ১৫:২৯
Salauddin's big assurance, if he wins, there will be a football festival
ছবি- সংগৃহীত

দীর্ঘ এক যুগ ধরে আছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি পদে। এই বারো বছরে তিনি কতটা সফল সেটা দেশের ফুটবল অঙ্গনের জানা। সেসব পেছনে ফেলে নতুন মেয়াদে আবারও বসতে চান দেশের ফুটবলের মসনদে।

আজ রোববার রাজধানীর প্যান-প্যাসিফিক সোনারগাঁয়ে ঘোষণা করেন নির্বাচনী ইশতেহার। এখানে তিনি বলেন, নতুন মেয়াদে দায়িত্ব পেলে দেশে হবে ফুটবল উৎসব।

বাফুফে নির্বাচনে জয়ী হলে সারা দেশে প্রতিটি জেলায় প্রতি মাসে ফুটবল উৎসবের আয়োজন করবেন কাজী সালাউদ্দিন।

তিনি বলেন, ‘বাফুফে কর্তৃক প্রতি মাসে দেশের নূন্যতম একটি জেলায় দুদিন ব্যাপী ফুটবল ফ্যাস্টিভালের আয়োজন করা হবে। একদিন বয়েজ ফ্যাস্টিভাল ও একদিন গার্লস ফ্যাস্টিভাল আয়োজিত হবে।’

টেকনিক্যাল বিভাগের ইশতেহারে আরও বলা হয়, প্রতিটি বিভাগে পর্যায়ক্রমে ফুটবল সেন্টারের আয়োজন করা হবে। খেলোয়াড়দের জন্য আন্তর্জাতিক মানের অনাবাসিক উন্নত প্রশিক্ষণ নিশ্চিত করা হবে।

সম্মিলিত পরিষদে সভাপতি প্রার্থী হিসেবে আছেন- কাজী সালাহউদ্দিন। সিনিয়র সহ-সভাপতি পদপ্রার্থী হিসেবে আছেন- আব্দুস সালাম মুর্শেদী। আগামী ৩ অক্টোবর অনুষ্ঠিত হবে বাফুফের নির্বাচন।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কাজী সালাউদ্দিনের বাসায় ক্রীড়ামন্ত্রী পাপন, যেসব কথা হলো তাদের
X
Fresh