• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

স্কিল ট্রেনিং ক্যাম্পে ডাক পেয়েছেন ২৭ ক্রিকেটার

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

  ১৯ সেপ্টেম্বর ২০২০, ১৯:১১
27 cricketers have been called for skill training camp
ছবি- বিসিবি

করোনা মহামারির এই সময়ে ক্রিকেটাররা একক অনুশীলন করছেন দীর্ঘ দিন ধরে। এবার দলগত অনুশীলন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বায়ো সিকিউর বাবলে রেখেই হবে এই অনুশীলন।

মূলত শ্রীলঙ্কা সফরের প্রস্তুতি হিসেবেই এটির আয়োজন। যদিও লঙ্কা সফরের নিশ্চয়তা মিলেনি এখনও। তবে প্রস্তুতির অংশ হিসেবে দুই দফা করোনা পরীক্ষা করা হয়েছে ক্রিকেটার, কোচিং স্টাফদের।

দুই দফা পরীক্ষা শেষে বিসিবি জানিয়েছে গামীকাল রোববার ২৭ ক্রিকেটারকে টিম হোটেলে রাখা হবে। এখান থেকেই নিয়মিত অনুশীলন করবেন তারা। ২০ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে এই স্কিল ট্রেনিং চলবে আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত।

২৭ সদস্যের দলে আছেন: মুমিনুল হক, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাদমান ইসলাম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, তাইজুল ইসলাম, আল-আমিন হোসেন, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, ইমরুল কায়েস, তাসকিন আহমেদ, নুরুল হাসান সোহান, শফিউল ইসলাম, ইয়াসির আলী, নাঈম হাসান, আবু জায়েদ রাহী, এবাদত হোসেন, খালেদ আহমেদ, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, হাসান মাহমুদ, সাইফউদ্দিন ও সাইফ হাসান।

আরও পড়ুন

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আরও ২৩ কোম্পানির ফ্লোর প্রাইস উঠে গেল
X
Fresh