• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

বিসিবিকে এখনও কিছু জানায়নি এসএলসি

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

  ১৯ সেপ্টেম্বর ২০২০, ১৮:০৪
The SLC has not yet informed the BCB
বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী

শ্রীলঙ্কা সফরের দিন ক্ষণ ঘনিয়ে আসছে। চলতি মাসের শেষ সপ্তায় তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে রওয়ানা করার কথা রয়েছে বাংলাদেশ দলের। তবে কোয়ারেন্টিন ও খেলোয়াড় সংখ্যা নিয়ে দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে মতের অমিল হওয়াতে শঙ্কা তৈরি হয়ে সফর নিয়ে।

গত ১৪ সেপ্টেম্বর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রধান নাজমুল হাসান পাপন জানান, লঙ্কান ক্রিকেটের দেয়া এত শর্ত মেনে সফর করা সম্ভব নয়।

‘আমরা যা ভেবেছিলাম তার ধারে কাছেও নেই। অন্যান্য দেশের সঙ্গেও মিল নেই। তাদের হোটেলের রুম থেকে বের হওয়া যাবে না, খাওয়ার জন্য বের হতে পারবে না। নেট বোলার ওরাও দিবে না, আমাদেরও নিতে দিচ্ছে না এই অবস্থায় সফর কোনোভাবে সম্ভব না।’

এরপর শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) বিসিবিকে কিছুই জানায়নি। তবে এসএলসির কর্মকর্তারা সভা করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে। এই সভায় কি সিদ্ধান্ত নেয়া হয়েছে সেটিও জানায়নি বিসিবিকে।

আজ বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী গণমাধ্যমকে জানান, লঙ্কান ক্রিকেট বোর্ড বিসিবির দাবিগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছে এবং ভালো একটা আলোচনা হয়েছে।

‘ইতোমধ্যে বেশকিছু বিষয় নিয়ে শ্রীলঙ্কান বোর্ডের সাথে আমাদের আলোচনা হয়েছে। আমাদের পক্ষ থেকে একটা বিবৃতি গিয়েছে, যেহেতু সফরের সময় ঘনিয়ে আসছিল। এরপর আর আলোচনা হয়নি। যতটুকু জেনেছি বা শ্রীলঙ্কান বোর্ড জানিয়েছে তা হল আমাদের বিষয়গুলো তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরেছে এবং ইতিবাচক সভা হয়েছে। আমরা আশা করেছি আগামী দুই একদিনের মধ্যে তাদের কাছ থেকে দিক নির্দেশনা বা হেলথ প্রোটোকল পাব।’

নিজাম উদ্দিন চৌধুরী আরও বলেন, ‘এই বিষয়টি নিয়ে এই মুহূর্তে কোন মন্তব্য করাটা ঠিক হবে না। তারা বলেছে যে আমাদের বিষয়গুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছে এবং তারা বলেছে ভালো একটা আলোচনা হয়েছে। এরপর এটার আউটকাম বা রিভাইস প্রোটোকল না পাওয়া পর্যন্ত এ বিষয়ে কোন মন্তব্য করা ঠিক হবে না।’

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh