• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

৪৩৬ দিন পর ক্রিকেটে ফিরছেন ধোনি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৯ সেপ্টেম্বর ২০২০, ১৬:২০
Dhoni is coming on the field after 436 days
ছবি- সংগৃহীত

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ত্রয়োদশ আসরের পর্দা উঠতে যাচ্ছে আজ শনিবার রাতে। বাংলাদেশ সময় রাত ৮ টায় সংযুক্ত আরব আমিরাতের মাঠে নামবে গত আসরের দুই ফাইনালিস্ট মুম্বাই ইন্ডিয়ানস (চ্যাম্পিয়ন) ও চেন্নাই সুপার কিংস (রানার্স-আপ)।

এই ম্যাচ দিয়ে ৪৩৬ দিন পর ক্রিকেটে ফিরতে যাচ্ছেন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। গতবছর বিশ্বকাপ খেলার পর দেশের হয়ে বা ঘরোয়া লিগে কোনো ম্যাচ খেলেননি তিনি।

আইপিএল খেলতে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছানোর পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন ধোনি। চেন্নাইয়ে রেই সফল অধিনায়ক যদিও জানাননি ঘরোয়া ক্রিকেটে কতদিন খেলে যাবেন।

তিনবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের প্রতিপক্ষ চারবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ানস। তবে ২০১৪ সালে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হওয়া আইপিএলে পাঁচ ম্যাচের পাঁচটিতেই হেরেছিল মুম্বাই।

তবে মুম্বাইয়ের অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছেন, ‘গতবার দলে থাকাদের মধ্যে এবার আমাদের দলে ২-৩ জন খেলোয়াড় রয়েছে। আমি অবশ্য এসব দিকে জোর দিচ্ছি না। হ্যাঁ, আমাদের ভালো অভিজ্ঞতা হয়নি সেবার(২০১৪ সালে)। তবে দল এখন সম্পূর্ণ আলাদা, সবার চিন্তা ভাবনায়ও পরিবর্তন এসেছে। তেমন কিছু ঘটবে না আশা করি।’

মুম্বাই সম্ভাব্য দল: রোহিত শর্মা (অধিনায়ক), কুইন্টন ডি’কক, সূর্যকুমার যাদব, ইশান কিষান, কায়রন পোলার্ড, ক্রুণাল পান্ডিয়া, হার্দিক পান্ডিয়া, রাহুল চাহার, মিচেল ম্যাক্লেনাঘান ও ট্রেন্ট বোল্ট।

চেন্নাই সম্ভাব্য দল: শেন ওয়াটসন, ফ্যাফ ডুপ্লেসি, আম্বাতি রায়ডু, মহেন্দ্র সিংহ ধোনি (অধিনায়ক), কেদার যাদব, রবীন্দ্র জাদেজা, ডোয়াইন ব্রাভো, মিচেল স্যান্টনার, দীপক চাহার, পীযূষ চাওলা ও শার্দূল ঠাকুর।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টস হেরে ব্যাটিংয়ে চেন্নাই সুপার কিংস
আইপিএলের একাধিক ম্যাচের সূচিতে পরিবর্তন
মোস্তাফিজের ঝলকে শুভসূচনা চেন্নাইয়ের
মোস্তাফিজকে বরণ করে নিলো চেন্নাই সুপার কিংস
X
Fresh