• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বার্সাকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন সেতিয়েন

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৮ সেপ্টেম্বর ২০২০, ১৮:০১
Quique Setién, BARCELONA
ফাইল ছবি

লিওনেল মেসিকে ২০২০/২১ মৌসুম পর্যন্ত খেলতে রাজি করাতে সক্ষম হলেও নতুন চ্যালেঞ্জের মুখোমুখি বার্সেলোনা সভাপতি জোসেফ মারিয়া বার্তেমেউ। সদ্য বরখাস্ত হওয়া কোচ কিকে সেতিয়েন এবার মামলা করতে চলেছেন কাতালান দলটির বিরুদ্ধে।

বৃহস্পতিবার চুক্তিভঙ্গের অভিযোগ তুলে আদালতে যাওয়ার হুমকি দিয়েছেন সেতিয়েন।

টুইটারে বার্সার সাবেক কোচ জানান, ১৬ আগস্ট বরখাস্তের চিঠি হাতে পান। পরের দিন ছেঁটে ফেলা হয় তাকে। চুক্তি অনুযায়ী, বরখাস্ত হওয়ার একমাসের মধ্যে ক্ষতিপূরণ পাওয়ার কথা। না পেয়ে এবার আদালতে যাওয়া সিদ্ধান্ত নিচ্ছেন তিনি।

সেতিয়েনের সঙ্গে তিন সহকারী এদের সারাবিয়া, জন পাসকুয়া এবং ফ্রান সোতোও রয়েছেন।

টুইট পোস্টে ৬১ বছর বয়সী সেতিয়েন বলেন, তার মতো একই অবস্থা সহকারীদের। যদিও তাদের প্ৰস্তাব দেয়া হয়েছে ক্লাবের অন্য পদে নিয়োগ দেয়া হবে। এখন পর্যন্ত বার্সেলোনা কর্তৃপক্ষ আনুষ্ঠানিক কিছু না জানোর কারণে আদালতে যেতে চাচ্ছেন তারা।

গেল জানুয়ারিতে আর্নেস্তো ভালভারদেকে বাদ দিয়ে নিয়োগ দেয়া হয়েছিল সেতিয়েনকে।

আটমাসের মাথায় কোনো ট্রফি তুলতে পারেননি অভিজ্ঞ এই কোচ। তার অধীনেই চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখের কাছে ২-৮ গোলে বিদায় নিতে হয় দলকে। শেষ পর্যন্ত বরখাস্ত হতে হয় তাকে। ব্রাউগানাদের কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন নেদারল্যান্ডসের কোচ রোনাল্দ কোম্যান।

আরও পড়ুন: সূচির চাপ কমাতে ফিফার নতুন উইন্ডো

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যাচ হেরে রেফারিকে কাঠগড়ায় তুললেন জাভি
ঘটনাবহুল ম্যাচে বার্সাকে কাঁদিয়ে সেমিতে পিএসজি
রিয়াল-বার্সেলোনার কষ্টার্জিত জয়
ইংলিশ প্রিমিয়ার লিগসহ টিভিতে আজকের খেলা
X
Fresh