• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

ফিফা র‍্যাংকিংয়ে সেরা পাঁচে পর্তুগাল, বাংলাদেশের অবস্থা অপরিবর্তিত

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৮ সেপ্টেম্বর ২০২০, ১৫:১৭
fifa ranking 2020
ছবি- সংগৃহীত

করোনার দাপট শুরুর হওয়ার পর প্রথমবারের মতো র‍্যাংকিং প্রকাশ করেছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা (ফিফা)। প্রকাশিত নতুন র‍্যাংকিংয়ে শীর্ষ স্থান বেলজিয়ামের দখলেই রয়েছে। শীর্ষ পাঁচে উঠে এসেছে পর্তুগাল আর বাংলাদেশের অবস্থান ১৮৭ নম্বরে।

লকডাউন পূর্ববর্তী সময় প্রথম চারে থাকা সবগুলো দলই নিজেদের অবস্থানেই রয়েছে।

ফুটবলের সর্বোচ্চ সংস্থার র‍্যাংকিংয়ে দ্বিতীয়স্থানে রয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। তৃতীয় এবং চতুর্থস্থানে ব্রাজিল এবং ইংল্যান্ডের দখলেই রয়েছে। তবে পঞ্চমস্থানে থাকা ক্রিশ্চিয়ানো রোনালদো নেতৃত্বাধীন পর্তুগালের উন্নতি হয়েছে

করোনার প্রভাব শুরু হওয়ার আগে প্রকাশিত র‍্যাংকিংয়ে নেশনস লিগ বর্তমান চ্যাম্পিয়নরা ছিল সপ্তম স্থানে। দুই ধাপ এগিয়ে এসেছে তারা।

স্পেন সাত ও ক্রোয়েশিয়া আট নম্বর স্থানে রয়েছে। লিওনেল মেসির আর্জেন্টিনা অবস্থান করছে নবম স্থানেই। দশম স্থানে রয়েছে কলোম্বিয়া।

এদিকে এশিয়া অঞ্চলে তেমন পরিবর্তন নেই। শীর্ষস্থানীয় দেশ হিসেবে ক্রমতালিকায় ২৮ নম্বরে জাপান। ২০২২ বিশ্বকাপ আয়োজক কাতার ৫৫ নম্বরে। বাংলাদেশ আছে আগের অবস্থানে ১৮৭ নম্বরে। তবে এক ধাপ পিছিয়ে ভারতের অবস্থান ১০৯ নম্বরে।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পর্তুগালে বাংলা বর্ষবরণ উদযাপন পরিষদের প্রথম সফল আয়োজন
জরিমানা থেকে বাঁচলেন নেইমার
গরুর মাংস আমদানি নিয়ে বিরোধ, যা বলছে খামারিরা
বেতন ছাড়াই ছুটিতে গেলেন সাবিনারা, যা বলছে ফিফা
X
Fresh