• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

মাঠে দর্শক নিয়ে নতুন মৌসুম শুরু করবে বায়ার্ন মিউনিখ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৮ সেপ্টেম্বর ২০২০, ১৩:৫২
bayern-munich-vs-schalke
ছবি- সংগৃহীত

শুক্রবার থেকে শুরু হচ্ছে ২০২০/২০২১ মৌসুমের বুন্দেসলিগা। করোনারভাইরাসের পর প্রথম মাঠে গড়ানো জার্মান লিগ শেষ হয় জুন মাসে।

আড়াই মাস পর জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত এই লিগের নতুন মৌসুম শুরু হবে। শেষ হবে ২০২১ সালের ২২ মে।

প্রথম ম্যাচে চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে শালকে। খেলাটি শুরু হবে রাত সাড়ে ১২ টায়। সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস সিলেক্ট-১।

করোনা মহামারি শুরুর পর এবারই প্রথম দর্শক নিয়ে মাঠে ফিরছে বুন্দেজ লিগা। শুধু আয়োজক ক্লাবগুলোই নিজেদের দর্শককে মাঠে ডাকতে পারবে। ধারণক্ষমতার ২০ ভাগ দর্শক উপস্থিত হতে পারবে বলে জানানো হয়েছে।

প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করতে চায় বুন্দেসলিগায় সর্বাধিক ২৯টি শিরোপা পাওয়া বায়ার্ন।

গেল মৌসুমে ৩৪ ম্যাচের ২৬ ম্যাচে জয় আর ৪ ম্যাচ ড্র করে চ্যাম্পিয়ন হয় বায়ার্ন মিউনিখ। প্রতিপক্ষ শালকে ছিলো পয়েন্ট টেবিলের ১২তম স্থানে।

টানা আটবারের বুন্দেসলিগা জয়ী ম্যানুয়াল নুয়ারের দল ২০২০/২০২১ মৌসুমে উয়েফা চ্যাম্পিয়নস লিগেরও শিরোপা ঘরে তুলেছে।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোস্তাফিজের চেন্নাইয়ের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
বায়ার্নকে টপকে ১২০ বছরের আক্ষেপ ঘুচালো লেভারকুসেন
ইংলিশ প্রিমিয়ার লিগসহ টিভিতে আজকের খেলা
X
Fresh