• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

এলপিএল নিলামে পাঁচ বাংলাদেশি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৭ সেপ্টেম্বর ২০২০, ২৩:২৯
Five Bangladeshis in LPL auction
ছবি- সংগৃহীত

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেটের। দেশটিতে ফিরছে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ। প্রথম দফায় করোনাভাইরাসের কারণে স্থগিত হয়ে গেলেও আগামী ১৪ নভেম্বর শুরু হতে যাচ্ছে লঙ্কা প্রিমিয়ার লিগ। যার ফাইনাল হবে ৬ ডিসেম্বর।

এই আসরে খেলতে বিদেশি তারকা ক্রিকেটাররাও নাম লিখিয়েছেন। নিলামের অংশ হবেন সাকিব আল হাসান, শহীদ আফ্রিদি, ক্রিস গেইলদের মতো তারকারা।

এবারের আসরে অংশ নেবে পাঁচটি দল। কলম্বো, ক্যান্ডি, গল, ডাম্বুলা ও জাফনা শহরের নামে খেলবে এই দলগুলো। প্রতিটি দলে ৬জন করে বিদেশি নেয়ার সুযোগ আছে। এছাড়া ৫ দলে দেশের ৬৫ জন ক্রিকেটার খেলবেন।

লঙ্কান গণমাধ্যম বলছে, নিলামে আছেন বাংলাদেশের পাঁচ ক্রিকেটার। সাকিব আল হাসান থাকছেন সেটি আগেই জানা। তার সঙ্গে নিলামে আছেন তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম এবং রুবেল হোসেন।

বাংলাদেশ থেকেই নয়, ভারতেরও ৪ ক্রিকেটার আছেন নিলামে। তারা মুনাফ প্যাটেল, প্রভিন কুমার, শাদাব জাকাটি ও মনপ্রিত গনি।

তিনটি আন্তর্জাতিক ভেন্যুতে (রাঙ্গিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়াম, পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়াম ও সুরিয়া মাহিন্দা রাজাপাকসে আন্তর্জাতিক স্টেডিয়াম) হবে মোট ১২টি ম্যাচ।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন সাকিব
জুয়ার বিজ্ঞাপনে দেশের সব তারকাকে ছাড়িয়ে সাকিব
সাকিব ও আমাকে নিয়ে মনের মাধুরী মিশিয়ে সংবাদ করা হচ্ছে : মেজর হাফিজ
যে প্রস্তাব ছিল সাকিবের, জানালেন মেজর হাফিজ
X
Fresh