smc
logo
  • ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২০, ৪ কার্তিক ১৪২৭

আইপিএলে ফিরছেন হরভজন তবে চেন্নাইতে নয়

  স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

|  ১৭ সেপ্টেম্বর ২০২০, ২৩:০৮ | আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২০, ১৫:৪২
Harbhajan, however, is returning to the IPL, not Chennai
হরভজং সিং
প্রথমে চেন্নাই সুপার কিংসের বেশ কয়েকজন ক্রিকেটার ও সাপোর্টিং স্টাফের করোনা পজিটিভ, এরপর দল ছাড়েন সুরেশ রায়না। রায়নার পর একই পথে হাঁটেন হরভজন সিংও।

দুজনেই বায়ো বাবল প্রটোকল থেকে ফিরে যান দেশে। এরিমধ্যে রায়নার এবারের আইপিএলে খেলা হচ্ছে না। খেলা হচ্ছে না হরভজনেরও। 

হরভজং সিং চেন্নাই সুপার কিংসের হয়ে না খেললেও খেললেও ঠিকই ফিরছেন আইপিএলে। তবে সেটা খেলোয়াড় হিসেবে নয়, ধারাভাষ্যকার হিসেবে।

প্রতিবারের মতো এবারও বেশ কয়েকটি ভাষায় প্রচার হবে আইপিএল। এরজন্য ৯০ জন ধারাভাষ্যকার নিয়োগ দিয়েছে আইপিএল সম্প্রচারকারী প্রতিষ্ঠান স্টার স্পোর্টস।

এদের মধ্যে কিছু সংযুক্ত আরব আমিরাত থেকে ধারাভাষ্য দেবেন আর বাকিরা মুম্বাইয়ে স্টার স্পোর্টসের স্টুডিও থেকে ধারাভাষ্য দেবেন।

যদিও হরভজন সিং আরব আমিরাত যাচ্ছেন না। তিনি মুম্বাই অফিস থেকেই হিন্দিতে ধারাভাষ্য দেবেন বলে জানিয়েছে স্টার স্পোর্টস।

এর আগেও হরভজনকে দেখা গেছে ধারাভাষ্যকার হিসেবে কাজ করতে। বিশ্বকাপেও দেখা গেছে মাইক হাতে।

আরও পড়ুন: এলপিএল নিলামে পাঁচ বাংলাদেশি

এমআর/

RTVPLUS
bangal
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ৩৯০২০৬ ৩০৫৫৯৯ ৫৬৮১
বিশ্ব ৪,০৩,৮২,৮৬২ ৩,০১,৬৯,০৫২ ১১,১৯,৭৪৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • খেলা এর সর্বশেষ
  • খেলা এর পাঠক প্রিয়