• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

টি-টোয়েন্টিতে নতুন মাইলফলক স্পর্শ করলেন বাবর আজম

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৭ সেপ্টেম্বর ২০২০, ২১:১৫
Babar Azam touched a new milestone in T20
ছবি- সংগৃহীত

অনেকে তাকে সময়ের সেরা ব্যাটসম্যান বিরাট কোহলির সঙ্গে তুলনা করেন। তুলনা করলেই যে বাবর আজম বিরাট কোহলি হয়ে যাবেন তা তো না। তবে বাবর নিজেকে নতুন করে চেনাচ্ছেন প্রতিনিয়ত।

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলার পর বাবর আজম টি-টোয়েন্টি ব্লাস্ট খেলতে রয়ে যান সেখানে। খেলছেন সামারসেটের হয়ে। চলতি মৌসুমে এখন পর্যন্ত খেলেছেন ৫টি ম্যাচ। এর মধ্যে বুধবার গ্ল্যামারগানের বিপক্ষে ৬২ বলে খেলেছেন ১১৪* রানের দুর্দান্ত এক ইনিংস।

তাতেই জায়গা করে নিয়েছেন টি-টোয়েন্টিতে দ্রুততম ৫ হাজার রান করা ব্যটসম্যানদের তালিকায়। ১৫০ (১৪৫ ইনিংস) টি ঘরোয়া টি-টোয়েন্টি ম্যাচে ৪২.৯৪ গড়ে করেছেন ৫ হাজার ১১০ রান। এছাড়া পাকিস্তানের হয়ে খেলেছেন ৪১ টি ম্যাচ। ৪৯.৯৩ গড়ে করেছেন ১ হাজার ৫৪৮ রান।

বাবর এই তালিকায় ৩ নম্বরে রয়েছেন বর্তমানে। এক নম্বরে আছেন ইউনিভার্স বস খ্যাত ক্যারিবীয় তারকা ক্রিস গেইল। গেইল ১৩২ ইনিংসে পূর্ণ করেছিলেন ৫ হাজার রান, শন মার্শের লেগেছিল ১৪৪ ইনিংস। চার নম্বরে থাকা অ্যারন ফিঞ্চ ১৫৯ ও মাইকেল ক্লিংগারের লেগেছিল ১৬২ ইনিংস।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিউজিল্যান্ড সিরিজে অনিশ্চিত বাবর আজম
আবারও নেতৃত্বে ফিরছেন বাবর আজম!
নতুন রেকর্ড গড়লেন বাবর আজম
আবারও নেতৃত্বে ফিরছেন বাবর আজম
X
Fresh