• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

নাটকীয় জয়ে সিরিজ অস্ট্রেলিয়ার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৭ সেপ্টেম্বর ২০২০, ০৯:৫৭
নাটকীয় জয়ে সিরিজ অস্ট্রেলিয়ার
ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জিতেছে অস্ট্রেলিয়া। গতকাল বুধবার রাতে ওল্ড ট্রাফোর্ডে তৃতীয় ও শেষ ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ৩০৩ রানের টার্গেট দেয় ইংল্যান্ড। জবাবে ২ বল ও ৩ উইকেট হাতে রেখে জয়ে পৌঁছে যায় সফরকারীরা।

এর আগে ২০১৫ সালে ইংল্যান্ডের মাটি থেকে ওয়ানডে সিরিজ জিতে ফিরেছিল অস্ট্রেলিয়া। ২০১৮ সালে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ হেরেছিল অস্ট্রেলিয়া। পাঁচ বছর পর ইংল্যান্ডের মাঠে সিরিজ জেতার স্বাদ পেলো অসিরা।

ম্যাচে মাত্র ৭৩ রানেই ৫ উইকেট হারিয়ে দিকে হারিয়ে ফেলে অসিরা। তবে দলের হাল ধরে অ্যালেক্স ক্যারে ও গ্লেন ম্যাক্সওয়েল। দুজন মিলে ২১২ রানের জুটি গড়ে। প্রায় সাড়ে পাঁচ বছর পর ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরি করেন ম্যাক্সওয়েল, ক্যারে করেন প্রথম সেঞ্চুরি।

ম্যাক্সওয়েল খেলেন ৯০ বলে ১০৮ রানের ইনিংস, ক্যারের ব্যাট থেকে আসে ১০৬ রান। এ দুজনের জুটির পরেও শেষ ওভারে জয়ের জন্য বাকি ছিল ১০ রান। উইকেটে ছিলেন প্যাট কামিনস ও মিচেল স্টার্ক। শেষ ওভারে লেগস্পিনার আদিল রশিদের ওভারের প্রথম বলে ৬ ও চতুর্থ বলে ৪ মেরে অসিদের জয় নিশ্চিত করেন মিচেল স্টার্ক।

এসএস

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ও ম্যাচ রেফারি সুব্বা রাও আর নেই
অস্ট্রেলিয়ায় সমুদ্রে ডুবে মার্কেন্টাইল ব্যাংক কর্মকর্তার মৃত্যু
সিডনিতে শপিং মলে হামলা : প্রত্যক্ষদর্শীদের ভয়াবহ বর্ণনা
সিডনিতে শপিংমলে হামলা, নিহত ৭
X
Fresh