• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

প্রিমিয়ার লিগে চেলসির শুরু দুর্দান্ত জয়ে

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৫ সেপ্টেম্বর ২০২০, ১০:৪০
Chelsea started with a great win in the Premier League
প্রিমিয়ার লিগে চেলসির শুরু দুর্দান্ত জয়ে

দুর্দান্ত জয় দিয়ে প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে যাত্রা শুরু করল চেলসি। ব্রাইটনের বিপক্ষে ৩-১ গোলের ব্যবধানে জয়ী হয়েছে ব্লুজরা। এই ম্যাচে চেলসির জার্সিতে অভিষেক হয়েছে টিমো ভার্নার ও কাই হার্ভটজের। অবশ্য অভিষেক ম্যাচে ভার্নার গোলের দেখা না পেলেও একটি পেনাল্টি আদায় করে নেন।

২০২০-২১ মৌসুমের প্রিমিয়ার লিগে দ্য আমেরিকান এক্সপ্রেস কমিউনিটি স্টেডিয়ামে ব্রাইটনের আতিথ্যে যাত্রা শুরু চেলসির। তার আগেই অবশ্য পুরো দলকেই ঢেলে সাজিয়েছেন ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড। দলের রক্ষণ থেকে শুরু করে আক্রমণভাগ সব জায়গায়ই নতুন খেলোয়াড় ভিড়িয়েছেন ল্যাম্পার্ড। রক্ষণভাগ ও মধ্যমাঠের সঙ্গে সঙ্গে আক্রমণভাগেও নতুন খেলোয়াড়ের ছড়াছড়ি ব্লুজদের স্কোয়াডে। তারুণ্যে ভর করে তাই প্রিমিয়ার লিগে প্রথম ম্যাচেই ৩-১ গোলের জয় তুলে নেয় ব্লুজরা।

চেলসির হয়ে গোল তিনটি করেন যথাক্রমে জর্জিনহো, রিস জেমস ও কর্ট জৌমা। আর ব্রাইটনের হয়ে একটি গোল পরিশোধ করেন লিনার্দো ট্রসার্ড।

দিনের অপর ম্যাচে উলভারহ্যাম্পটন ওয়ান্ডার্স (উলভস) ২-০ গোলের ব্যবধানে শেফিল্ড ইউনাইটেডকে হারিয়ে নতুন মৌসুমে যাত্রা শুরু করে।
পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইংলিশ প্রিমিয়ার লিগসহ টিভিতে আজকের খেলা
১২৫ উপজেলার জন্য সুসংবাদ
দুর্বল শেফিল্ডের কাছে পয়েন্ট হারালো চেলসি
এক ম্যাচেই ৭ উইকেট শিকার, যা বললেন রনি
X
Fresh