• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

আফসোস আলভারোর মুখে আঘাত করিনি: নেইমার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৪ সেপ্টেম্বর ২০২০, ১৬:৫৫
NEYMAR ALVARO, psg vs marseille
ছবি- সংগৃহীত

অলিম্পিক মার্সেইর বিরুদ্ধে ১-০ গোলে হারের দিন লাল কার্ড পেয়ে মাঠ ছাড়তে হয়েছে নেইমরাকে। ওই ম্যাচে মার্সেইর ডিফেন্ডার আলভারো গঞ্জালেজের বিরুদ্ধে বর্ণ বিদ্বেষমূলক আচরণ করার অভিযোগ করেছেন পিএসজির ব্রাজিলিয়ান তারকা।

রোববার ম্যাচের একেবারে শেষ দিকে এসে দুই পক্ষই হাতা-হাতিতে জড়ায়। এসময় ভিডিও অ্যাসিসটেন্ট রেফারির (ভিএআর) সহায়তায় দেখা যায়, আলভারোর মাথার পেছনে মেরেছেন নেইমার।

ভিডিও দেখে দায়িত্বরত রেফারি প্যারিসের দলটির সবচেয়ে বড় তারকা নেইমারকে লাল কার্ড দেখান।

ম্যাচ শেষে বেশ একাধিক টুইট করেন নেইমার।

২৮ বছর বয়সী তারকা প্রতিপক্ষের ডিফেন্ডারে হাত তুলেও কোনও অনুশোচনা নেই বলে দাবি করেন।

তিনি বলেন, আমার একটাই আফসোস আমি যে তার মুখে আঘাত করিনি।

অন্য এক টুইটে অভিযোগ করে নেইমার জানান। বর্ণ বিদ্বেষমূলক আচরণ করার পাশাপাশি তাকে গালিও দিয়েছেন আলভারো গঞ্জালেজ।

যদিও মার্সেইর স্প্যানিশ ডিফেন্ডার সব অভিযোগ অস্বীকার করে টুইটারে বলেছেন, হার না মানতে পেরে এমন আচরণ করেছেন নেইমার।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিস্ময়–বালক এনদ্রিকের গোলে ইংল্যান্ডকে হারাল ব্রাজিল
রাতে মাঠে নামছে ব্রাজিল
নেইমারের মাঠে ফেরা নিয়ে যা বললেন চিকিৎসক লাসমার
এমবাপ্পের নৈপুণ্যে চ্যাম্পিয়নস লিগের শেষ আটে পিএসজি
X
Fresh