• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

‘আমরা সাফেই তলানিতে, কীভাবে বিশ্বকাপে যাবো’

আরটিভি নিউজ

  ১৪ সেপ্টেম্বর ২০২০, ১৩:৪০
Barrister Sumon, Bangladesh Football Federation
ছবি- সংগৃহীত

২০০৮ সাল থেকে টানা তিনবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি পদে নির্বাচিত হয়ে কাজী মো. সালাউদ্দিন দৃশ্যমান কোনও উন্নয়ন করতে পারেননি বলে মনে করেন সাবেক জাতীয় ফুটবলার কায়সার হামিদ।

তিনি বলেন, সবশেষ ২০১৬ সালের নির্বাচনে কাজী সালাউদ্দিন বলেছিলেন এটাই তার শেষ নির্বাচন। ১২ বছর ধরে দৃশ্যমান কোনও উন্নয়ন করতে পারেননি। গেল নির্বাচনে বলেছিলেন ২০২২ সালে বিশ্বকাপ খেলাবেন। চিত্রটা পুরোপুরি ভিন্ন।’

র‌্যাংকিংয়ে বর্তমানে ১৮৭ তম স্থানে অবস্থান করছে বাংলাদেশ। ২০১৭ সালে ১৯৭তম স্থানে নামতে হয়েছিল।

মহামেডানের হয়ে খেলা সাবেক তারকা ডিফেন্ডার কায়সার হামিদ আরটিভি অনলাইনকে বলেন, আমরা ভুটানের মতো দলের কাছে হারি। ফিফা র‌্যাংকিংয়ে দিন দিন নিচে নামছি। আমরা দক্ষিণ এশিয়ার ফুটবল-সাফেই তলানিতে আছি, কীভাবে বিশ্বকাপে যাবো?’