logo
  • ঢাকা রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২০, ১২ আশ্বিন ১৪২৭

চোট কাটিয়ে দ্বিতীয় ওয়ানডেতে ফিরছেন স্মিথ

  স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

|  ১৩ সেপ্টেম্বর ২০২০, ১৪:৩৫ | আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২০, ১৪:৩৮
ENG, AUS, steve smith back
স্টিভ স্মিথ
চোটে পড়ে স্টিভ স্মিথের খেলা হয়নি ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচ। যদিও তাকে ছাড়াই ইংল্যান্ডের বিপক্ষে অজিরা জয় পেয়েছিল ১৯ রানে। এদিন স্মিথের বদলে একাদশে জায়গা হয়েছিল মার্কুস স্টয়নিসের। খেলেছিলেন ৩৪ বলে ৪৩ রানের ইনিংস।

প্রথম ওয়ানডের আগের দিন বৃহস্পতিবার নেটে ব্যাটিং অনুশীলনের সময় থ্রোয়ারের ছোড়া বল এসে মাথায় লাগে স্টিভেন স্মিথের। এরপর ডাক্তারের শরণাপন্ন হতে হয় তাকে।  যে কারণে সিরিজের প্রথম ওয়ানডেতে খেলা হয়নি তার।

গুঞ্জন ছিল একই কারণে সিরিজের পরের ম্যাচ মিস করতে পারেন সময়ের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। তবে সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে সব গুঞ্জন উড়িয়ে দিয়ে দ্বিতীয় ওয়ানডেতেই ফিরছেন স্মিথ।

তবে শনিবার মেডিকেল পরীক্ষায় ভালোভাবেই উতরে গেছেন এই অজি তারকা। যার ফলে আপাতত তার আর পরবর্তী ম্যাচে একাদশে ফিরতে কোনো বাধা রইল না। গতকাল শুক্রবার দুই দফা পরীক্ষা করা হয় ৩১ বছর বয়সী এই ক্রিকেটারকে। আজ ফের আরেক দফা পরীক্ষা শেষে আসে সিদ্ধান্ত।

গত বছর ইংল্যান্ড সফরের জোফরা আর্চারের ৯২ মাইল গতির বলে মাথায় আঘাত পান স্মিথ।  তবে চিকিৎসা নিয়ে প্রায় এক ঘণ্টা ব্যাটিং চালিয়ে যান তিনি।

আজ রোববার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ টায় ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে শুরু হবে দ্বিতীয় ওয়ানডে।

এমআর/

RTVPLUS
bangal
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ৩৫৫৪৯৩ ২৬৫০৯২ ৫০৭২
বিশ্ব ৩,২১,৯৬,৬৫৫ ২,৩৭,৫১,১৩৪ ৯,৮৩,৬০৯
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • খেলা এর সর্বশেষ
  • খেলা এর পাঠক প্রিয়