• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

এবারও ইউএস ওপেনের চ্যাম্পিয়ন ওসাকা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৩ সেপ্টেম্বর ২০২০, ১২:২৮
Naomi Osaka
নওমি ওসাকা

ইউএস ওপেন টেনিসের নারী এককের শিরোপা জিতলেন নওমি ওসাকা। জাপানের টেনিস তারকা ২-১ ব্যবধানে হারিয়েছেন বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কাকে।

শনিবার প্রথম সেটে অবশ্য লড়াই করতেই পারেননি ওসাকা। আজারেঙ্কার কাছে হেরে যান ৬-১ গেমে। তবে পরের সেটেই ঘুরে দাঁড়ান দারুণ ছন্দে।

৬-৩ ও ৬-৩ গেমে টানা দুই সেট জিতে জয়ের উল্লাসে মাতেন ২২ বছর বয়সী ওসাকা।

২০১৮ সালের পর এটি তার দ্বিতীয় ইউএস ওপেন শিরোপা। সেবার সেরেনা উইলিয়ামসকে হারিয়ে প্রথমবারের মতো ইউএস ওপেন জিতে সবাইকে অবাক করেছিলেন এই জাপানিজ তারকা।

পরের বছর জিতেছিলেন অস্ট্রেলিয়ান ওপেন। সব মিলিয়ে ক্যারিয়ারে তিনটি গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতলেন তিনি।


আরও পড়ুন : সেরেনাকে হারিয়ে ইউএস ওপেনের ফাইনালে আজারেঙ্কা

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh