• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ট্রেনিংয়ে ফিরে ‘খুশি’ করোনা নেগেটিভ নেইমার 

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১২ সেপ্টেম্বর ২০২০, ১৫:১১
neymar coronavirus
সাম্প্রতিক ছবি

শিরোপার খুব কাছে গিয়েও ফিরে আসতে হয়েছে নেইমারকে। উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ১-০ গোলে হারতে হয়েছিল তার দল প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজি)। দীর্ঘ ধকলের পর দলের কয়েকজনকে নিয়ে ছুটি কাটাতে গিয়ে পড়তে হয় বিপাকে। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ব্রাজিলের পোস্টার বয়। সুস্থ হয়ে ফিরেছেন অনুশীলনেও।

নেইমারের সঙ্গে স্পেনের ইবিজা দ্বীপে যাওয়াদের মধ্যে সবার আগে করোনা আক্রান্ত হয়েছিলেন অ্যাঞ্জোলো ডি মারিয়া ও লিয়ান্দ্রো পেরেদেজ। এরপর সামনে আসে নেইমার মাউরো ইকার্দি ও কেইলর নাভাস ও মার্কুইনহোসের আক্রান্তের বিষয়টি। সব শেষে খবর অনুযায়ী করোনার থাবা বসেছে কিলিয়ান এমবাপের উপড়েও।

দলের সেরা সাত তারকাকে ছাড়াই টমাস টুখেলের শিষ্যদের নামতে হয়েছিল মৌসুমের প্রথম ম্যাচে। গেল বৃহস্পতিবার মাঠে নেমেই ১-০ গোলে হারতে হয়েছে লেন্সের বিপক্ষে।

রোববার লিগ ওয়ানে নিজেদের দ্বিতীয় ম্যাচে প্যারিসের দলটির প্রতিপক্ষ মার্সেই। ধারণা করা হচ্ছে এই ম্যাচ দিয়ে মাঠে ফিরতে পারেন নেইমার।

এদিকে এক টুইটারের মাধ্যমে নিজের অনুশীলনে যোগ দেয়ার কথাটি নিশ্চিত করেছেন ২৮ বছর বয়সী এই ফরোয়ার্ড।

নেইমার বলেন, ‘আমি অনুশীলনে যোগ দিয়েছি। অনেক খুশি।’

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যাচ হেরে রেফারিকে কাঠগড়ায় তুললেন জাভি
ঘটনাবহুল ম্যাচে বার্সাকে কাঁদিয়ে সেমিতে পিএসজি
জরিমানা থেকে বাঁচলেন নেইমার
নেইমারকে গ্যালারিতে বসিয়ে আল-হিলালের ট্রফি উদযাপন
X
Fresh