• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সেরেনাকে হারিয়ে ইউএস ওপেনের ফাইনালে আজারেঙ্কা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১১ সেপ্টেম্বর ২০২০, ২০:৩৭
Victoria Azarenka, reaches US Open final as, Serena Williams, rtvnews
ছবি- সংগৃহীত

দীর্ঘ সাত বছর পর সেরেনা উইলিয়ামসকে হারিয়ে ইউএস ওপেনের ফাইনালে জায়গা করে নিয়েছেন ভিক্টোরিয়া আজারেঙ্কা।

নিউ ইয়র্কের ফ্ল্যাশিং মিডোতে অনুষ্ঠিত ম্যাচে এক ঘণ্টা ৫৬ মিনিটের খেলায় সেরেনার কাছে প্রথম সেট ৬-১ ব্যবধানে হারলেও পরের দুই সেটে দারুণভাবে ঘুরে দাঁড়ান বেলারুশ তারকা আজারেঙ্কা। শেষ দুই সেটে সেরেনাকে হারান ৬-৩, ৬-৩ ব্যবধানে।

প্রথম সেটে সেরা গোড়ালিতে চোট পান। তাতেও আজারেঙ্কাকে হারান। বিরতির পর এসে আর নিজেকে ধরে রাখতে পারেননি যুক্তরাষ্টের এই তারকা।

বাকি দুই সেটে যেন লড়াই করার মানসিকতাই হারিয়ে ফেলেন তিনি। এদিকে ২০১৩ সালের পর গ্র্যান্ড স্লামের সেমিতে উঠে হতাশ হতে হয়নি আজারেঙ্কাকে। এই নিয়ে টানা ১১ ম্যাচ জিতলেন ৩১ বছর বয়সী এই বেলারুশ তারকা।

‘‌সেমিফাইনালে আমি এমন একজনকে হারিয়েছি যিনি সেরা। তার মতো চ্যাম্পিয়নের সঙ্গে খেলে আমি কৃতজ্ঞ। ফাইনালে খেলতে হলে সেরা খেলোয়াড়দেরই হারাতে হয়, এবং আমি সেটা পেরেছি। আশা করি ফাইনালটা দারুণ হবে।’ -ভিক্টোরিয়া আজারেঙ্কা

আরেক সেমিতে জাপানের নাওমি ওসাকা হারিয়েছেন যুক্তরাষ্ট্রের জে ভার্ডিকে। আগামী ১২ সেপ্টেম্বর ফাইনালে নিশ্চিতভাবেই এগিয়ে থাকবেন দুইবারের অস্ট্রেলিয়ান ওপেন জয়ী আজারেঙ্কা।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh