• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

না ফেরার দেশে বিসিবির নিরাপত্তা প্রধান মেজর ইমাম

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

  ১১ সেপ্টেম্বর ২০২০, ১৯:৩৯
BCB, BAN, Major Imam, security chief, rtvnews
ছবি- সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নিরাপত্তা বিভাগের প্রধান মেজর (অব) হোসেন ইমাম পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। শুক্রবার দুপুর সাড়ে তিনটার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ৬১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

গত সপ্তাহে শ্বাসকষ্ট নিয়ে সিএমএইচে ভর্তি হয়েছিলেন হোসেন ইমাম। আজ সকালে তার কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার পর আর বেঁচে ফিরতে পারেননি।

তার মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।শোক বার্তায় বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেছেন, ‘মেজর ইমাম ছিলেন একজন বিনয়ী, নিবেদিত এবং পরিশ্রমী ব্যক্তি। বিসিবির নিরাপত্তার বিষয়গুলোতে তিনি যেভাবে দায়িত্ব পালন করেছেন সেটা স্মরণীয় হয়ে থাকবে। আমরা তার বিদেহী আত্নার মাগফেরাত ও পরিবারের জন্য দোয়া করি।’

মেজর ইমাম হোসেন ২০১৩ সালে বিসিবির নিরাপত্তা বিভাগের প্রধান হিসেবে যোগ দেন। দেশে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটের নিরাপত্তা ব্যবস্থা তত্ত্বাবধান করেছেন তিনি।

এছাড়া গত বছর আয়ারল্যান্ড সফরে ও চলতি বছর পাকিস্তান সফরে বাংলাদেশ জাতীয় দলের নিরাপত্তা কর্মকর্তা হিসেবে কাজ করেছেন।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh