• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ম্যানচেস্টারে টস হেরে ব্যাট করছে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১১ সেপ্টেম্বর ২০২০, ১৮:৩৯
Australia is batting after losing the toss in Manchester
ছবি- ক্রিকইনফো

করোনার লম্বা বিরতি শেষে তিন ম্যাচের সমান টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলতে ইংল্যান্ড সফর করছে অস্ট্রেলিয়া। শুরুতে টি-টোয়েন্টি সিরিজ খেলেছে, তাতে ২-১ ব্যবধানে সিরিজ হেরেছে সফরকারী অস্ট্রেলিয়া।

আজ থেকে শুরু হয়েছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ম্যানচেস্টারে টস জিতে স্বাগতিক ইংল্যান্ড সিদ্ধান্ত নিয়েছে ফিল্ডিং করার।

‘উইকেট দেখে মনে হচ্ছে দারুণ। আশা করি অস্ট্রেলিয়াকে কম রানে বেঁধে ফেলতে পারব।’ –এউইন মরগ্যান

‘টস জিতে আমরা ব্যাটিং করার সিদ্ধান্তই নিতাম। এই ম্যাচটায় খেলা হচ্ছে না স্টিভ স্মিথের। তার জায়গায় ৩ নম্বরে ব্যাট করবে মার্কুস স্টয়নিস।’- অ্যারন ফিঞ্চ

ইংল্যান্ড: জেসন রয়, জনি বেয়ারস্টো, জো রুট, এউইন মরগ্যান (অধিনায়ক), স্যাম বিলিংস, জস বাটলার (উইকেট-রক্ষক), মঈন আলি, ক্রিস ওকস, জোফরা আর্চার, আদিল রশিদ ও মার্ক উড।

অস্ট্রেলিয়া: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, মার্কুস স্টয়নিস, মার্নাস লাবুশানে, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যালেক্স কেরি (উইকেট-রক্ষক), প্যাট কামিন্স, মিশেল স্টার্ক, জশ হ্যাজলউড ও অ্যাডাম জাম্পা।

আরও পড়ুন: প্রতারণার শিকার হয়ে থানায় গেলেন হরভজন

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh