• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

মিসবাহর বদলে শোয়েব?

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১১ সেপ্টেম্বর ২০২০, ১৫:২৪
SHOAIB akhtar, pcb,
শোয়েব আখতার

পাকিস্তানের কোচ ও প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করছেন মিসবাহ উল হক। সাবেক অধিনায়কের বদলে দেশটির নির্বাচক প্রধান হতে পারেন শোয়েব আখতার। রাওয়ালপিন্ডি এক্সপ্রেস খ্যাত এই তারকা নিজেই জানিয়েছেন বিষয়টি।

শোয়েব জানিয়েছেন, তার সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বিষয়টি নিয়ে আলোচনাও শুরু করে দিয়েছে।

গেল বছরের সেপ্টম্বরে দুটি মহাগুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়া হয় মিসবাহকে। যদিও প্রত্যাশা মতো ফল না পাওয়া সাবেক এই মিডল অর্ডার ব্যাটসম্যানকে প্রধান নির্বাচক পদ থেকে সরিয়ে দেয়ার কথা ভাবছে পাকিস্তান বোর্ড। তবে দলের হেড কোচের পদে তিনি থাকছেন এটা নিশ্চিত।

কয়েকদিন ধরেই গুঞ্জন রয়েছে, শোয়েব আখতার পিসিবির গুরুত্বপূর্ণ কোনও দায়িত্ব পেতে চলেছেন। সেই সম্ভাবনাটাই সত্যি হতে চলেছে বলা যায়।

ইউটিউব শো ক্রিকেট বাজে আখতার বলেন, ‘আমি এটা অস্বীকার করব না। হ্যাঁ, আমার সঙ্গে পিসিবির আলোচনা চলছে এবং আমি পাকিস্তান ক্রিকেটে বড় ভূমিকা নিতে আগ্রহী। তবে এখনও কিছু নিশ্চিত হয়নি।’

স্পিড স্টার আরও বলেন, ‘পাকিস্তান ক্রিকেটের জন্য আমি যাবতীয় স্বাচ্ছন্দ্য ত্যাগ করতে প্রস্তুত। আমি দায়িত্ব নিতে ভয় পাই না। যদি সুযোগ আসে, তবে আমি সময় দিতে তৈরি।’

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh