• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

দক্ষিণ আফ্রিকার ক্রিকেট আকাশে কালো মেঘ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১১ সেপ্টেম্বর ২০২০, ১৪:৫৯
South Africa,
ফাইল ছবি

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডকে (সিএসএ) বরখাস্ত করেছে দেশটির স্পোর্টস কনফেডারেশন এবং অলিম্পিক কমিটি (এসএএসসিওসি)।

রয়টার্স জানিয়েছে, একমাসের জন্য প্রোটিয়া ক্রিকেটের সব কার্যক্রম বন্ধ থাকবে। বোর্ডের ব্যবহার বিধি নিয়ে এই সময়ে তদন্ত চালানো হবে।

এসএএসসিওসি’র প্রধান নির্বাহী রবি গবিন্দর জানান, সংস্থার নেতিবাচক বিষয় দূর করার জন্য এবং পরিচালন ক্ষমতা বাড়ানোর জন্য এই পদক্ষেপ। যাতে ভবিষ্যতে সংস্থার আরও দক্ষতার সঙ্গে কাজ করতে পারে।

সংস্থার মধ্যেই ব্যবহারগত সমস্যায় পড়েছিল সিএসএ। তাই গেল আগস্টে বোর্ডের প্রধান নির্বাহী থাবাং মোরিকে সরিয়ে দেয়া হয়। তার নয় মাস আগে তাকে বরখাস্তও করা হয়েছিল।

---------------------------------------------------------------
আরও পড়ুন: একদিন পিছিয়ে শনিবার শুরু লা লিগা
---------------------------------------------------------------

গোবিন্দর জানান, সিএসএ’র মধ্যে যা ঘটে চলেছে, তা রীতিমত উদ্বেগজনক। পাশাপাশি তিনি আরও জানান, এসএএসসিওসি’র পক্ষ থেকে ক্রিকেট কর্তাদের সঙ্গে বৈঠকের পর রিপোর্ট চাওয়া হয়েছিল। যা এখনও তারা পাননি। তারপরেই তদন্ত করে সংস্থার অভ্যন্তরীণ ব্যাপার খতিয়ে দেখার সিদ্ধান্ত নেয়া হয়। সেই রিপোর্ট পাওয়ার পরই ভবিষ্যতের কর্মসূচি ঠিক করা হবে।

ক্রিকেট বোর্ডের স্পন্সরদের পক্ষ থেকে পরিচালনগত সমস্যার কারণে এর আগেও ব্যাপক সমালোচনা করে চিঠি লেখা হয়।
বোর্ডের বার্ষিক সাধারণ সভা স্থগিত করে দেয়ার পর সেই চিঠিতে সই করেন পুরুষ ও নারী ক্রিকেট দলের প্রথম সারির খেলোয়াড়রা।

সাধারণত ক্রিকেট বোর্ডের অভ্যন্তরীণ বিষয়ে আইসিসি হস্তক্ষেপ করে না। তবে গোবিন্দর জানিয়েছেন, বোর্ডকে ভালোর জন্য এসএএসসিওসি ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার সমর্থন পাবে। নিজেদের তদন্তের রিপোর্ট প্রকাশ পাওয়ার পর আইসিসির সঙ্গে এই বিষয়ে আলোচনাও করা হবে।

আরও পড়ুন: আর্জেন্টিনা ভক্তদের জন্য সুখবর

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh