logo
  • ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০, ১৪ আশ্বিন ১৪২৭

একদিন পিছিয়ে শনিবার শুরু লা লিগা

  স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

|  ১১ সেপ্টেম্বর ২০২০, ১২:২০ | আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২০, ১৩:৫৪
la liga  Royal Spanish Football Federation
ছবি- সংগৃহীত
শেষ মুহূর্তে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের আপত্তির মুখে লা লিগা’র সূচিতে পরিবর্তন এসেছে।  

আজ শুক্রবার গ্রানাদা-অ্যাথলেতিক বিলবাওর ম্যাচ দিয়ে মৌসুম শুরু হওয়ার কথা ছিলে। কিন্তু স্প্যানিশ ফুটবলের সর্বোচ্চ সংস্থা  জানিয়ে দিয়েছে, শুক্রবার ও সোমবার কোনও ম্যাচ হতে পারবে না। ফলে ওই ম্যাচটি এখন বসবে আগামীকাল শনিবার।  

নতুন সিদ্ধান্তে শুক্রবারের ম্যাচটি পেছানোর ফলে এই মৌসুমের প্রথম ম্যাচ হবে শনিবার রাত ৮টায়। 

প্রথম ম্যাচে এইবারের মুখোমুখি হবে এইবার ও সেল্তা ভিগো। আর রাত সাড়ে ১০টা গ্রানাদার সঙ্গে লড়বে বিলবাও। 

সোমবার হতে যাওয়া আলাভেস ও রিয়াল বেতিসের মধ্যকার ম্যাচটিও একই কারণে বসতে চলেছে রোববার।

আরও পড়ুন: মেসিকে কিনতে হলে লাগবে ৭০০ মিলিয়ন ইউরো: লা লিগা

ওয়াই

RTVPLUS
bangal
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ৩৬০৫৫৫ ২৭২০৭৩ ৫১৯৩
বিশ্ব ৩,৩৩,৪২,৯৬৫ ২,৪৬,৫৬,১৫৩ ১০,০২,৯৮৫
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • খেলা এর সর্বশেষ
  • খেলা এর পাঠক প্রিয়