• ঢাকা বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
logo

বার্কোস-রবিনিয়ো-ফের্নান্দেস এসে শুনলেন খেলা বাতিল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১০ সেপ্টেম্বর ২০২০, ২০:৪২
Basundhara Kings
ছবি- বসুন্ধরা কিংস

করোনাভাইরাসের কারণে বৃহস্পতিবার এএফসি কাপ-২০২০ আসর বাতিল হয়েছে। এমন নোটিশ আগে থেকে জানার উপায় ছিল না তিন বিদেশি ফুটবলার এরনান বার্কোস, রবসন দি সিলভা রবিনিয়ো ও জোনাথন দি সিলভেইরা ফের্নান্দেসের।

আজ তিনজনই যোগ দিয়েছেন বসুন্ধরা কিংসে। তবে দুর্ভাগ্য, বাংলাদেশে এসে শুনলেন আসরটাই বাতিল।

এই দুই ব্রাজিলিয়ান ও এক আর্জেন্টাইন ক্যাম্পে যোগ দেওয়ার কথা ছিল গত অগাস্টে। সেটা হয়নি। এরপর সেপ্টেম্বরের শুরুর দিকে বাংলাদেশে ফেরার কথা থাকলেও সম্ভব হয়নি ফ্লাইট জটিলতায়।

শেষ পর্যন্ত তারা ক্যাম্পে ফিরেছেন বলে নিশ্চিত করা হয়েছে বসুন্ধরা কিংসের অফিশিয়াল ফ্যান পেজ থেকে।

গত মার্চ মাসে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে স্থগিত হয়ে যায় চলতি আসরের খেলা। অক্টোবরে ‘ই’ গ্রুপের খেলা মালদ্বীপের নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের পরিকল্পনা করে এশিয়ান ফুটবল কনফেডারেশন।

তবে চলমান পরিস্থিতিতে সেটাও আর সম্ভব হয়নি। এদিকে এএফসি কাপে মাঠে নামতে ক্যাম্প শুরু করেছিল বসুন্ধরা কিংস। এখন আসর বাতিল হওয়ায় টিসি স্পোর্টসকে ৫-১ ব্যবধানে উড়িয়ে গ্রুপ পর্ব শুরু করা কিংসের প্রচেষ্টাও ভেস্তে গেলো।

আরও পড়ুন: বাতিলই হয়ে গেল এএফসি কাপ-২০২০

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শততম ম্যাচে ব্রাদার্সকে গোল বন্যায় ভাসালো বসুন্ধরা কিংস
X
Fresh