logo
  • ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০, ৬ আশ্বিন ১৪২৭

বাতিলই হয়ে গেল এএফসি কাপ-২০২০

  স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

|  ১০ সেপ্টেম্বর ২০২০, ১৯:৫০ | আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২০, ২০:৩৮
BAN, AFC CUP-2020, rtvonline
এএফসি কাপ
বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের ধাক্কা লেগেছে এএফসি কাপ-২০২০ আসরেও। গত মার্চে বন্ধ হয়ে যাওয়া এএফসি কাপের এবারের আসর পুনরায় শুরু হবার কথা ছিল চলতি মাসেই। কিন্তু শুরু করা আর গেল না।

এবারের আসর মাঠে গড়ানোর ভাগ্য নির্ধারণে অনলাইন বৈঠকে বসেন এএফসির কর্মকর্তারা। সেখানেই সিদ্ধান্ত হয়েছে ২০২০ সালের আসর বাতিল করে দেয়ার।

গত মার্চ মাসে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে স্থগিত হয়ে যায় চলতি আসরের খেলা। অক্টোবরে ‘ই’ গ্রুপের খেলা মালদ্বীপের নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের পরিকল্পনা করে এশিয়ান ফুটবল কনফেডারেশন।

তবে চলমান পরিস্থিতিতে সেটাও সম্ভব কী না তা নিয়েও ছিল অনিশ্চয়তা। অবশেষে বাতিল হলো এবারের আসর। এদিকে এএফসি কাপে মাঠে নামতে ক্যাম্প শুরু করেছিল বসুন্ধরা কিংস। এখন আসর বাতিল হওয়ায় টিসি স্পোর্টসকে ৫-১ ব্যবধানে উড়িয়ে গ্রুপ পর্ব শুরু করা কিংসের প্রচেষ্টাও ভেস্তে গেলো।

এছাড়া এশিয়ার শীর্ষ ক্লাব টুর্নামেন্ট এএফসি চ্যাম্পিয়নস লিগও স্থগিত হয়ে আছে গত মার্চ থেকে। যদিও টুর্নামেন্টটি ফের শুরু হচ্ছে ১৪ সেপ্টেম্বর থেকে কাতারে।

এমআর/

RTVPLUS
bangal
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ৩৪৪২৬৪ ২৫০৪১২ ৪৮৫৯
বিশ্ব ৩,০১,২৬,০২০ ২,১৮,৭৪,৯৫৭ ৯,৪৬,৭১২
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • খেলা এর সর্বশেষ
  • খেলা এর পাঠক প্রিয়