• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

দেশের ক্রিকেটে ফেরার আবেদন যুবরাজের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১০ সেপ্টেম্বর ২০২০, ১৭:০৮
BCCI, IND, T-20, Yubraj Singh, rtvonline
যুবরাজ সিং

প্রায় মাস পনের আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন যুবরাজ সিং। আন্তর্জাতিক ক্রিকেট থেকে যুবরাজ সিংয়ের অবসরের ঘোষণাটি ছিল ভারতের ক্রিকেটে বেশ ধাক্কার। ২০১১ বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের এমন হঠাত অবসর নেয়াটা যেন অস্বাভাবিকই ছিল।

তবে সম্প্রতি আবার তিনি ফিরতে চাচ্ছেন দেশের ক্রিকেটে। জাতীয় দলের হয়ে খেলার স্বপ্ন তো অনেক আগেই শেষ তবে খেলতে চান ঘরোয়া ক্রিকেটে। ৩৮ বছর বয়সী এই ক্রিকেটারের অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে নাম লেখানোর সম্ভাবনার সঙ্গে নতুন করে যুক্ত হয়ে ভারতের ক্রিকেটে তার প্রত্যাবর্তনের খবর।

পিছিয়ে গেছে ভারতের ঘরোয়া ক্রিকেটের মৌসুম। সবকিছু ঠিকভাবে চললে, ভারতে আবার ক্রিকেট ফিরলে পাঞ্জাবের হয়ে অন্তত টি-টোয়েন্টি ক্রিকেটে মাঠে নামতে চান যুবরাজ। গেল কয়েক মাস ধরে পাঞ্জাবের তরুণ ক্রিকেটারদের সঙ্গে কাজ করছেন তিনি।

ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে এই অলরাউন্ডার জানিয়েছেন তার ফেরার পরিকল্পনার কথা।

‘দুই মাস আগে অনুশীলনের জন্য পাঞ্জাবের একটি ক্যাম্পে ব্যাটিং শুরু করি। কয়েকটি অনুশীলন ম্যাচে রানও করি। তেমনই একটা সেশনের পর পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি পুনিত বালি জিজ্ঞেস করলেন, অবসর ভেঙে ফেরার কথা আমি বিবেচনা করব কিনা।’

‘প্রথমদিকে প্রস্তাবটি ভেবেছি তবে নিশ্চিত ছিলাম না ফিরব কী না। দেশের ক্রিকেটে আমার অধ্যায় শেষই হয়ে গিয়েছিল। তাই বিসিসিআইয়ের অনুমতি নিয়ে কয়েকটি ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছিলাম। তবে বালির অনুরোধটাও ফেলতে পারছিলাম না। বেশ কয়েকদিন ধরে ভেবেছি ফেরার বিষয়টি।’

যুবরাজ আরও বলেন, ‘আমি নেটে ব্যাট করতে গিয়েছিলাম তাদের (পাঞ্জাবের ক্রিকেটার) আরও কিছু ব্যাপার বুঝিয়ে দিতে। আমি অবাক হয়ে লক্ষ্য করলাম দীর্ঘদিন ব্যাট হাতে না নেওয়ার পরেও কতো ভালোভাবে বলে আঘাত করছি। পাঞ্জাব ক্রিকেট বোর্ডের সচিব আমাকে অনুরোধ করেছে অবসরের ব্যাপারটা আবার বিবেচনা করতে। সত্যি বলতে আমি এখনও নিশ্চিত নই, তবে তার অনুরোধ ফেলে দেওয়াও সম্ভব নয়।’

পাঞ্জাবের প্রতি ভালোবাসাও ভারতীয় দলের সাবেক এই অল রাউন্ডারের প্রত্যাবর্তনের অনুপ্রেরণা হিসেবে কাজ করছে।

‘এখানে অনুপ্রেরণা হচ্ছে পাঞ্জাবকে চ্যাম্পিয়ন করতে সাহায্য করা। হরভজন সিং আর আমি অনেক টুর্নামেন্ট জিতেছি, তবে আমরা একসাথে পাঞ্জাবের জন্য এই কাজটা করিনি। তাই আমার সিদ্ধান্তে এটা একটা বড় কারণ হতে পারে। এখন বোর্ড যদি অনুমতি দেয় তবে ঘরোয়া টি-টোয়েন্টি খেলার ইচ্ছা আছে।’

আরও পড়ুন: টেস্ট খেলার লক্ষ্য নিয়ে এগোচ্ছেন আমিনুল

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh