logo
  • ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০, ১৪ আশ্বিন ১৪২৭

টেস্ট খেলার লক্ষ্য নিয়ে এগোচ্ছেন আমিনুল

  ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

|  ০৯ সেপ্টেম্বর ২০২০, ১৯:৫০ | আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২০, ২৩:১১
BCB, Aminul Islam, TesT, Cricket, rtvnews
আমিনুল ইসলাম
টি-টোয়েন্টিতে খেলেছেন মাত্র ৭ ম্যাচ। তাতেও দারুণভাবে নিজেকে চিনিয়েছেন টাইগারদের এই উদীয়মান লেগ স্পিনার। ৭ ম্যাচে ১০ উইকেট নিয়ে একরকম নিয়মিতই হয়ে গেছে টি-টোয়েন্টি দলে।

তবে অভিষেক হয়নি একদিনের আন্তর্জাতিক ক্রিকেট বা টেস্ট ক্রিকেটে। তবে আমিনুল জানালেন তার দৃষ্টি টেস্ট ক্রিকেটে।

দীর্ঘ সময় ধরে ক্রিকেটে নেই। করনা মহামারিতে স্থগিত হয়েছে আন্তর্জাতিক সূচী, ঘরোয়া লিগও। নিজেকে মেলে ধরার সুযোগই পাননি গত পাঁচ মাসে। তবে ফিটনেস নিয়ে কাজ করেছে এই সময়টা।

বুধবার মিরপুরের শের ই বাংলা স্টেডিয়ামে অনুশীলনের ফাঁকে আমিনুল জানালেন, নিজেকে ফিট রাখার জন্য সব কিছুই করেছেন।

‘লকডাউনে তো আসলে আমাদের করার মতো তেমন কিছু ছিলনা। কিন্তু আমাদের নিজেদের যেগুলো ছিল যেমন ট্রেডমিলে রানিং করা, জিম সেশনে কাজ করা এসব করা হয়েছে। নিজেকে ফিট রাখতে যা করা যায় সেগুলোই করার চেষ্টা করেছি।’

‘লকডাউনে বোলিং নিয়ে ওভাবে কাজ করা হয়নি। নিজের বোলিং ভিডিওগুলো দেখতাম কোন জায়গায় ঘাটতি আছে, কোন জায়গায় উন্নতি করলে ম্যাচ খেলতে গেলে ভালো হবে। আমরা যখন অনুশীলন শুরু করি, আমি লেগ স্পিন দিয়ে শুরু করি। এরপর আস্তে আস্তে গুগলি, ফ্লিপার এগুলো নিয়ে কাজ করা শুরু করেছি। আশা করছি সামনে ভালো কিছুই হবে।’

তবে সব চাপিয়ে আমিনুলের চোখ টেস্ট ক্রিকেটে। গত দুই দশকে বাংলাদেশ ক্রিকেট তেমন কোনো লেগ স্পিনার পায়নি বলতে গেলে। জুবায়ের হোসেন লিখ এসেছিলেন ঠিকই তবে থিতু হতে পারেননি দলে। আমিনুলকে নিয়েই নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে টাইগার ক্রিকেট।

টি-টোয়েন্টির মতো ওয়ানডে আর টেস্ট ক্রিকেটেও ধারাবাহিক হয়ে উঠবেন হয়তো যদি তাকে সময় দেয়া হয় যথেষ্ট। আমিনুলও দৃষ্টি রাখছেন লাল বলের ক্রিকেটে।

‘আল্টিমেটলি প্রত্যেক ক্রিকেটারেরই একটা লক্ষ্য থাকে লাল বলের ক্রিকেট খেলার জন্য। আমারও সেটা আছে, যদি কখনো সুযোগ হয় নিজের সেরাটা দিয়ে চেষ্টা করবো।’

এমআর/

RTVPLUS
bangal
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ৩৬০৫৫৫ ২৭২০৭৩ ৫১৯৩
বিশ্ব ৩,৩৩,৪২,৯৬৫ ২,৪৬,৫৬,১৫৩ ১০,০২,৯৮৫
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • খেলা এর সর্বশেষ
  • খেলা এর পাঠক প্রিয়