• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

আরেকটি ‘বিশ্বকাপ ফাইনাল’ দেখতে পেলো ফুটবল ভক্তরা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৯ সেপ্টেম্বর ২০২০, ১৪:০৪
France 4 x 2 Croatia
ছবি- সংগৃহীত

শিরোনাম দেখে সবার মনে প্রশ্ন জাগবেই, ২০২০ সালে আবার কিসের ফুটবল বিশ্বকাপ ফাইনাল? আসলে ২০১৮ রাশিয়া বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ফ্রান্স-ক্রোয়েশিয়া মুখোমুখি হয়েছিল মঙ্গলবার রাতে। উয়েফা নেশন্স লিগের ম্যাচে জয় তুলে নিয়েছে ফ্রেঞ্চরা। মজার বিষয় হচ্ছে, দুই বছর পরও ক্রোয়েশিয়াকে ৪-২ গোলের ব্যবধানেই হারিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

রাশিয়ার লুজনিক স্টেডিয়ামে ২০১৮ বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের হয়ে গোল করেছিলেন আঁতোয়া গ্রিজমান, পল পগবা ও কিলিয়ান এমবাপে। অপর গোলটি এসেছিল ক্রোয়েট তারকা মারিও মানজুকিচের পা থেকে যা ছিল আত্মঘাতি। লাল-সাদাদের হয়ে গোল একটি গোল তুলেছিলেন ইভান পেরিসিক ও মানজুকিচ।

মঙ্গলবার প্রতিপক্ষের মাঠ স্তাডি ডি ফ্রান্সে নেশন্স লিগের নিজেদের দ্বিতীয় ম্যাচে ১৬ মিনিটে ডিজান লোভরেনের গোলে লিড নেয় ক্রোয়েটরা। যদিও ৪৩ মিনিটের মাথা ফ্রান্সকে সমতায় ফেরান গ্রিজমান।

প্রথমার্ধের শেষ মুহূর্তে ডমিনিক লিভাকোভিকের আত্মঘাতী গোলে এগিয়ে যায় ফ্রেঞ্চরা।

দ্বিতীয়ার্ধের শুরুতেই জসিপ ব্রেকালোর গোলে সমতায় ফেরে ক্রোয়েশিয়া দল।

রোমাঞ্চ ছড়ানো ম্যাচের ৬৫ মিনিটে দায়োত উপামিকানোর গোলে আবার লিড নেয় দিদেয়ের দেশমের দল।

এরপর ৭৭ মিনিটে অলিভিয়ের জিরোদের পেনাল্টি গোলে ৪-২ ব্যবধানে এগিয়ে যায় বিশ্ব জয়ীরা।

বাকি সময় আর গোল না হওয়ায় স্বস্তির জয়ে মাঠ ছাড়ে ব্লুজরা।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২০২৬ বিশ্বকাপে জার্মানির কোচ নাগেলসমান
বিশ্বকাপে ওপেনিংয়ে রোহিতের সঙ্গী কোহলি!
যুক্তরাষ্ট্র ক্রিকেটের দায়িত্বে বাংলাদেশের বিশ্বকাপজয়ী সাবেক কোচ
বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত, বিমানের টিকিট পাচ্ছেন যারা 
X
Fresh