logo
  • ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০, ৬ আশ্বিন ১৪২৭

শেষ ম্যাচ হারলে বিপদ অস্ট্রেলিয়ার

  স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

|  ০৮ সেপ্টেম্বর ২০২০, ১৯:২৯ | আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২০, ১৯:৩৬
Australia, England, ICC RANK, rtvnews
ছবি- সংগৃহীত
করোনার এই সময়েও টানা খেলার মধ্যে আছে ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ টেস্ট, পাকিস্তানের বিপক্ষে সমান ৩টি করে টেস্ট ও টি-টোয়েন্টি খেলেছে ইংলিশরা।

উইন্ডিজদের টেস্ট সিরিজ হারায়, পাকিস্তানকে টেস্টে হারালেও ১-১ ম্যাচে ড্র হয় টি-টোয়েন্টি সিরিজ। এরপরই অস্ট্রেলিয়ার বিপক্ষে নেমেছে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে। বিপরীতে করোনা ভাইরাসের কারণে প্রায় চার মাস খেলার বাইরে ছিল অ্যারন ফিঞ্চ-স্টিভ স্মিথরা।

সিরিজের প্রথম দুই ম্যাচে জয় পেয়ে ইংলিশরা ইতোমধ্যে সিরিজ নিজেদের করে নিয়েছে। এতে টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে এক নম্বরে থাকা অজিদের রেটিং পয়েন্টের (২৭৩) সমান হয়েছে ইংল্যান্ডেরও।

তাই সিরিজের শেষ ম্যাচটা হতে পারত কেবল আনুষ্ঠানিকতার। এখন এই ম্যাচ দাঁড়িয়েছে অজিদের সিংহাসন রক্ষার ম্যাচ। ইংলিশরাও চাইবে জয়ের ধারা বজায় রেখে অজিদের সিংহাসনচ্যুত করতে।

ওল্ড ট্রাফোর্ডে আজ রাত ১১ টায় সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে খেলবে দুদল। এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে অজি অলরাউন্ডার অ্যাস্টন অ্যাগার জানান, র‍্যাংকিংয়ে এক নম্বর জায়গা ধরে রাখতেই মাঠে নামবে তারা।

‘আমরা যেকোনোভাবেই ম্যাচটা জিততে চাই। এই ম্যাচে জিতে এক নম্বর জায়গাটা নিজেদের করেই রাখতে চাই।’

এমআর/

RTVPLUS
bangal
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ৩৪৪২৬৪ ২৫০৪১২ ৪৮৫৯
বিশ্ব ৩,০১,২৬,০২০ ২,১৮,৭৪,৯৫৭ ৯,৪৬,৭১২
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • খেলা এর সর্বশেষ
  • খেলা এর পাঠক প্রিয়