• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

বাফুফের তিন সভপাতি প্রার্থীর মনোনোয়ানপত্র দাখিল

আরটিভি নিউজ

  ০৮ সেপ্টেম্বর ২০২০, ১৮:৩৬
bangladesh football federation election 2020
সম্মিলিত পরিষদ সবাইকে নিয়ে মনোনোয়ানপত্র দাখিল করেন কাজী মো. সালাউদ্দিন

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নির্বাচনে অংশ নিতে যাওয়া ৪৯ জন প্রার্থীই মনোনোয়ানপত্র দাখিল করেছেন।

মঙ্গলবার দিন ভর বাফুফে কার্যালয়ে ২১ পদের বিপরীতে প্রার্থীরা মনোনোয়ানপত্র দাখিল করেন।

কাজী মো. সালাউদ্দিন নিজ প্যানেল সম্মিলিত পরিষদ নিয়ে এক সঙ্গে মনোনোয়ানপত্র দাখিল করেন। বাদল রায়ের পক্ষে তার আর শফিকুল ইসলাম মানিক নিজেই উপস্থিত হয়ে মনোনোয়ানপত্র দাখিল করেছেন।

প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল সভাপতি পদে ফাকা মাঠেই গোল দিচ্ছেন সালাউদ্দিন। যদিও সোমবার টানা তিন মেয়দে বাফুফের প্রধান হওয়া সালিউদ্দিনের বিপরীতে বাদল রায় ও শফিকুল ইসলাম মানিক মনোনোয়ানপত্র কেনেন।

অন্যদিকে সিনিয়র সহ-সভাপতি পদে আবদুস সালাম মুর্শেদীর বিপক্ষে লড়ছেন শেখ মো. আসলাম।

বাফুফে নির্বাচন ২০২০ এ সভাপতি পদে তিনটি, সিনিয়র সহ-সভাপতি পদে দুটি, সহ-সভাপতির চারটি পদের বিপরীতে আটটি এবং ১৫টি সদস্য পদের বিপরীতে ৩৬টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে।

শনিবার প্রথম দিনে পাঁচটি এবং পরদিন ১১টি মনোনয়নপত্র কিনেছেন প্রার্থীরা। শেষ দিনে ৩২টি মনোনয়নপত্র কিনে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তোলেন তারা।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেতন ছাড়াই ছুটিতে গেলেন সাবিনারা, যা বলছে ফিফা
একাদশে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ
পাপনকে প্রশংসায় ভাসালেন সালাউদ্দিন
সাফজয়ী ফুটবলারদের ফুল দিয়ে বরণ করলো বাফুফে
X
Fresh