• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

করোনা আক্রান্ত সাইফ হাসান ও একজন স্টাফ

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

  ০৮ সেপ্টেম্বর ২০২০, ১৬:০৪
BCB, SLC, Coronavirus, Positive, rtvnews
ফাইল ছবি

শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে গতকাল সোমবার থেকে শুরু হয়েছে ক্রিকেটারদের করোনা পরীক্ষা। ক্রিকেটারদের বাসায় গিয়ে প্রথম দিনে নমুনা সংগ্রহ হয় ১৭ ক্রিকেটার ও ৭ জন সাপোর্ট স্টাফের করোনা পরীক্ষাও করা হয়েছে। এর মধ্যে ক্রিকেটার সাইফ হাসান ও ট্রেনার নিক লি শরীরে করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে একটি সূত্র।

মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) করোনা পরীক্ষা চলছে। এদিন বিকালে একজন ক্রিকেটার ও একজন স্টাফের করোনা পজেটিভ হবার সংবাদটি সামনে আসে। তবে আনুষ্ঠানিক ভাবে কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে।

এর আগে একক অনুশীলন চলাকালীন সময়ে বাংলাদেশি ট্রেনার ইয়াকুব আলী চৌধুরী করোনা আক্রান্ত হন। যে কারণে কিছুদিনের জন্য অনুশীলন বন্ধ রাখা হয়। প্রথম দিনের পরীক্ষায় করোনা পজিটিভ হওয়া সাইফ হাসান ও ট্রেনার নিক লি বিসিবির মেডিকেল ইউনিটের তত্বাবধানে চিকিৎসা নেবেন। এছাড়া নেগেটিভ হওয়া বাকি ১৬ ক্রিকেটার বুধবার থেকে অনুশীলনে যোগ দেবেন।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
করোনায় আক্রান্ত হলেন ডিবিপ্রধান হারুন
X
Fresh