logo
  • ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০, ১১ আশ্বিন ১৪২৭

মেসির অনুশীলনের ছবি দেখে নিন

  স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

|  ০৮ সেপ্টেম্বর ২০২০, ১৫:১৩ | আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২০, ১৫:৩৬
messi trAINING
ছবি- সংগৃহীত
বার্সেলোনার হয়ে অনুশীলনে ফিরেছেন দলটির ইতিহাসের সেরা খেলোয়াড় লিওনেল মেসি। দল ছাড়ার সিদ্ধান্ত নেয়ার দুই সপ্তাহ পর জোয়ান গাম্পার ট্রেনিং কমপ্লেক্সে সোমবার উপস্থিত হন তিনি।  

আগস্টের শেষ সপ্তাহে হঠাৎ করে দলের সঙ্গে ২০ বছরের সম্পর্ক শেষ করার ঘোষণা দিয়েছিলেন লিও মেসি।

ছয়বারের ব্যালন ডি’ অর জয়ীর বাবা ও এজেন্ট হিসেবে দায়িত্বরত জর্জ মেসি বার্সেলোনায় এসে ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন।

কাতালান ক্লাবটি কিছুতেই মেসিকে ছাড়তে নারাজ ছিল। তাই তো ৩৩ বছর বয়সী মেসির জন্য ৭০০ মিলিয়ন রিলিজ ক্লজ চাওয়া হয়। লা লিগাও বার্সার পক্ষেই গান গায়। যদিও মেসির বাবা বিশাল অঙ্কের এই রিলিজ ক্লজকে অকার্যকর বলে স্প্যানিশ লিগকে চিঠি লিখে। 

ধারণা করা হচ্ছিল শেষ পর্যন্ত আদালতে যেতে হবে মেসিকে। যদিও শেষ পর্যন্ত এক সাক্ষাতকারের মাধ্যমে প্রিয় দলের হয়ে খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন আর্জেন্টাইন মহাতারকা।

সোমবার ব্যক্তিগত একটি গাড়ি নিজেই চালিয়ে জোয়ান গাম্পার ট্রেনিং কমপ্লেক্সে পৌঁছান বার্সা অধিনায়ক।

এরপর করোনা পরীক্ষায় অংশ নিয়ে যোগ দেন নতুন কোচ রোনাল্দ কোম্যানের অনুশীলনে।

ওয়াই

RTVPLUS
bangal
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ৩৫৫৪৯৩ ২৬৫০৯২ ৫০৭২
বিশ্ব ৩,২১,৯৬,৬৫৫ ২,৩৭,৫১,১৩৪ ৯,৮৩,৬০৯
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • খেলা এর সর্বশেষ
  • খেলা এর পাঠক প্রিয়