• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

প্রথম ভারতীয় হিসেবে বিগ ব্যাশে চোখ যুবরাজের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৮ সেপ্টেম্বর ২০২০, ১২:৫৪
yuvraj singh bIGBASH LEGUE
গ্লোবাল টি-টোয়েন্টিতে টরেন্টো ন্যাশনালসের হয়ে অংশ নিয়েছিলেন যুবরাজ সিংহ

ভারতীয় ক্রিকেটারদের বিশ্বের কোনও দেশেই ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলার অনুমতী দেয়া হতো না। যদিও প্রথা ভেঙে ২০১৯ সালে কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলেছিলেন যুবরাজ সিং। এবার এই তারকা অলরাউন্ডারকে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে দেখা যেতে পারে। খবর হিন্দুস্তান টাইমসের।

ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার (বিসিসিআই) নিয়ম অনুযায়ী, সক্রিয় ক্রিকেটাররা বোর্ডের এনওসি ছাড়া বিদেশের কোনো টুর্নামেন্টে অংশ নিতে পারেন না। যদিও গেল বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন যুবরাজ। এরপরপর কানাডায় ছোট ফরম্যাটের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে অংশ নিতে উড়ে যান।

অস্ট্রেলিয়ান গণমাধ্যম সিডনি মর্নিং হেরাল্ড জানাচ্ছে, বিশ্বের অনত্যম জনপ্রিয় টুর্নামেন্ট বিগ ব্যাশে খেলার আগ্রহ প্রকাশ করেছেন যুবরাজ সিং।

২০১১ বিশ্বকাপ জয়ের মূল নায়কের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন জেসন ওয়ার্ন। তিনি জানিয়েছেন, ক্রিকেট অস্ট্রেলিয়া এমন এক ফ্র্যাঞ্চাইজি খুঁজছে যারা যুবরাজকে সই করাতে আগ্রহী হয়।

৩৮ বছর বয়সী এই তারকা মুখপাত্র আরও বলেন, ‘ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে যৌথভাবে আমরা যুবরাজের জন্য নতুন দল খোঁজার কাজ করছি।’

অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (এসিএ) প্রেসিডেন্ট শেন ওয়াটসন বিগ ব্যাশ লিগে ভারতীয় ক্রিকেটারদের অংশগ্রহণকে স্বাগত জানিয়েছেন। কিংবদন্তি এই ক্রিকেটার মনে করেন, ভারতীয়দের অংশগ্রহণ টুর্নামেন্টের মান আরও বাড়িয়ে দেবে।

ওয়াটসন বলেছেন, ‘বিগ ব্যাশে যদি ভারতীয়রা খেলে তাহলে দারুণ ব্যাপার হবে। দেশটিতে অনেক বিশ্বমানের টি-টোয়েন্টি ক্রিকেটার রয়েছে যারা জাতীয় দলেও খেলেন না। বিগ ব্যাশ লিগসহ বিশ্বের অন্য টুর্নামেন্টে তাদের খেলা উচিৎ।’

আরও পড়ুন

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কেন্দ্রীয় চুক্তিতে যত বেতন পান ভারতীয় ক্রিকেটাররা
আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে ৬ ভারতীয় ক্রিকেটার
এফএ কাপসহ টিভিতে আজকের খেলা
X
Fresh