• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

আর্জেন্টাইন স্কোয়াডে মেসি

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৪ মার্চ ২০১৭, ১৪:৪৮

আর্জেন্টিনা জাতীয় দলে ডাক পেলেন বার্সা তারকা লিওনেল মেসি। চলতি মাসের শেষ সপ্তাহে লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের দুটি গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে আলবেসিলেস্তিরা। ২৩ মার্চ চিলি ও ২৮ মার্চ বলিভিয়ার বিপক্ষে খেলবে ২০১৪ সালের রানার্স আপরা। ওই দু’টি ম্যাচের জন্যই দলে ডাকা হয়েছে খুদে জাদুকরকে।

শুক্রবার আর্জেন্টিনা কোচ এদগার্দো বাউজা বিশ্বকাপ বাছাইপর্বের জন্য ২২ সদস্যের আর্জেন্টিনা দল ঘোষণা করেন। দীর্ঘদিন পর দলে ঢুকেছেন ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার সার্জিও আগুয়েরো।

লাতিন আমেরিকা অঞ্চল থেকে সরাসরি ৪টি দল খেলার সুযোগ পাবে ২০১৮ বিশ্বকাপে। এখন পর্যন্ত আলবেসিলেস্তিরা রয়েছে ৪ দলের বাইরে।

১২ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। ২৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উরুগুয়ে। ২০ পয়েন্ট করে নিয়ে তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছে ইকুয়েডর ও চিলি। এছাড়া ১৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে আর্জেন্টিনা।

শীর্ষ ৪-এ না থাকলেও প্লে-অফের মাধ্যমে বিশ্বকাপে খেলার সুযোগ পাবার সম্ভাবনা আছে আর্জেন্টিনার। তবে দু’বারের বিশ্ব সেরারা সরাসরি বিশ্বকাপে খেলতে চায়।

২০১৬ কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে হেরে যাবার পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেয়ার ঘোষণা দেন তখনকার আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি।

আর্জেন্টিনা দল

গোলরক্ষক :

সার্জিও রোমেরো (ম্যানইউ), মারিয়ানো আন্দুজার (এস্তাদিয়ান্তেস), নাহুয়েল গুজম্যান (টাইগার্স)।

ডিফেন্ডার :

ফাকুন্দো রঙ্কাগলিয়া (সেল্টা ভিগো), মাতেও মুসাচ্চিও (ভিয়ারিয়াল), গ্যাব্রিয়েল মার্কাদো (সেভিয়া), পাবলো জাবালেতা (ম্যানসিটি), হুলিও বুফারিনি (সাও পাওলো), এমানুয়েল মাস (ট্রাবজোন স্পোর), মার্কোস রোহো (ম্যানইউ), নিকোলাস ওতামেন্দি (ম্যানসিটি), রামিরো ফিউনেস মোরি (এভারটন)।

মিডফিল্ডার :

অ্যাঙ্গেল ডি মারিয়া (পিএসজি), হ্যাভিয়ের মাশ্চেরানো (বার্সেলোনা), লুকাস বিগলিয়া (ল্যাজিও), গুইদো পিজারো (টাইগার্স), এভার বানেগা (ইন্টার মিলান), এনজো পেরেজ (ভ্যালেন্সিয়া), অ্যাঞ্জেল কোরিয়া (অ্যাটলেটিকো মাদ্রিদ), মার্কোস অ্যাকুনা (র‌্যাসিং)।

ফরোয়ার্ড :

লিওনেল মেসি (বার্সেলোনা), লুকাস প্রাত্তো (সাও পাওলো), সার্জিও আগুয়েরো (ম্যানসিটি), পাওলো দিবালা (জুভেন্টাস), গঞ্জালো হিগুয়েইন (জুভেন্টাস), এজেকুয়েল লাভেজ্জি (হেবেই ফরচুন)।

ওয়াই/ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh